মেয়ের জন্মদিনে ঋতুপর্ণা জানালেন, শুভেচ্ছা জানাবার মত মানসিক অবস্থা তাঁর নেই! কিন্তু কেন?

রণজিৎ দে |

May 12, 2021 | 4:56 PM

মেয়ের জন্মদিনে মায়ের মন ভারাক্রান্ত। ঋতুপর্ণা মেয়েকে জন্মদিনে শুভেচ্ছা জানালেও তাঁর মন একেবারেই ভাল নেই। কিন্তু কী এমন হল?

মেয়ের জন্মদিনে ঋতুপর্ণা জানালেন, শুভেচ্ছা জানাবার মত মানসিক অবস্থা তাঁর নেই! কিন্তু কেন?
মেয়ের সঙ্গে ঋতুপর্ণা

Follow Us

ঋতুপর্ণা সেনগুপ্তের মেয়ে ঋষণার আজ (১২ মে) জন্মদিন। অন্যান্য বছরে এই দিনটা বেশ মজা করেই কাটে। মেয়ের জন্মদিনে বার্থ-ডে পার্টির আয়োজন করেন মা ঋতুপর্ণা। মেয়ের জন্মদিন বলে কথা, স্বাভাবিকভাবে মায়ের মনে খুশির আমেজ থাকে। কিন্তু এ বছর একদম মন ভাল নেই ঋতুপর্ণার। মেয়ের জন্মদিনেও মায়ের মন ভারাক্রান্ত। তিনি মেয়েকে জন্মদিনে শুভেচ্ছা জানালেও তাঁর মন একেবারেই ভাল নেই। কিন্তু কী এমন হল?

করোনার ভয়াভহতায় ঋতুপর্ণা আতঙ্কিত। দেশে প্রতিদিন লাখ লাখ মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। মৃত্যুর হার ক্রমশ বাড়ছে। হাসপাতালে বেড নেই। অক্সিজেনের জন্য হাহাকার শুরু হয়েছে। দেশজুড়ে চিতা জ্বলছে। কত প্রাণ অকালে ঝড়ে যাচ্ছে। সব মিলিয়ে ঋতুপর্ণার মন ভাল নেই। সোশ্যাল মিডিয়ায় মেয়েকে শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছেন, “জন্মদিনের শুভেচ্ছা সব সময়ই খুব সুন্দর। কিন্তু আজকের দিনে সব কিছু কেমন যেন অর্থহীন হয়ে পড়েছে। জন্মদিনে কাউকে শুভেচ্ছা জানাবার মত অবস্থায় নেই, তবু যারা আমার খুব কাছের, আমার প্রিয়জন তাদের শুভেচ্ছা জানাচ্ছি। চারপাশের এত মৃত্যুর খবর খুব কষ্টদায়ক। আশা করছি সবাইকে সুস্থ এবং খুশি দেখতে পাব। প্রার্থনা করছি খুব শীঘ্রই যেন আমরা করোনা-মুক্ত হতে পারি। শুভ জন্মদিন ঋষণা।”

আরও পড়ুন:বহুদিন পরে টেলিভিশনে ফিরছেন ঋষভ বসু, কোন ধারাবাহিকে?

ঋতুপর্ণা এই মুহূর্তে সিঙ্গাপুরে ওঁর স্বামীর কাছে পরিবারের সঙ্গেই আছেন। কয়েকদিন আগে তিনিও করোনায় আক্রান্ত হয়েছিলেন। সিঙ্গাপুরেই আইসোলেশনে ছিলেন। এখন অবশ্য তিনি করোনা-মুক্ত। সুস্থ এবং ভাল আছেন। কিন্তু করোনাকালে দেশের মানুষের হাহাকারে তিনি ভাল থাকতে পারছেন না। নিজের সাধ্যমত এগিয়ে এসেছেন। তিনি একটি এনজিও ‘প্রয়াস’-এর সঙ্গে হাত মিলিয়ে দিনে দুবেলা ৪০ জন করোনা আক্রান্তদের বাড়িতে খাবার সরবরাহের ব্যবস্থা করেছেন। এছাড়া একটি বেসরকারি হাসপাতালের সঙ্গে কথা বলে প্রায় ১০০ জন বিশেষভাবে সক্ষম মানুষদের টিকাকরণের আংশিক ব্যয়ভার নিজের কাঁধে তুলে নিয়েছেন। নিজের যোগোযাগকে কাজে লাগিয়ে হাসপাতালে বেড এবং অক্সিজেন যোগানে অনবরত সাহায্য করে চলেছেন। সিঙ্গাপুরে থেকেই ঋতুপর্ণা নিজের সাধ্যমত করোনা আক্রান্তদের পাশে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

Next Article