কথায় আছে যাঁর শেষ ভাল তাঁর সব ভাল। ২০২৪ সালটা যে এ ভাবে শেষ হবে ভাবেননি অভিনেত্রী রুক্মিণী মৈত্র। মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত এক পলকে যেন বদলে দিল নায়িকার জীবন। সন্দেশখালির সভা থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। নতুন বছরে নতুন নাম পেল উত্তর কলকাতার ঐতিহ্যবাহী প্রেক্ষাগৃহ ‘স্টার থিয়েটার’। বছর শেষের জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন প্রেক্ষাগৃহের নতুন নাম ‘বিনোদিনী মঞ্চ’।
১৮৮৩ সালে স্থাপিত এই নাট্যমঞ্চের নেপথ্যের কারিগক বিনোদিনী দাসী। যেখানে বিনোদিনী নাটক দেখতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। এই থিয়েটারে এককালে নাটক দেখতে যেতেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথঠাকুর-সহ একাধিক ব্যক্তিত্বরা। সেই প্রেক্ষাগৃহেরই নতুন নামকরণ করলেন মুখ্যমন্ত্রী। এ যেন বিনোদিনী দাসীর স্বপ্নপূরণ। এদিন সন্দেশখালির জনসভায় মমতা বলেন, “আমার এটা এখানে বলার কথা নয়, কলকাতাতেই বলার কথা। এইবার থেকে স্টার থিয়েটারের নাম হবে ‘বিনোদিনী মঞ্চ’।” মুখ্যমন্ত্রীর ঘোষণা শুনে কেঁদেই চলেছেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র।
বিনোদিনী রূপে বেশ কয়েক মাস আগে প্রকাশ্য়ে এসেছেন নায়িকা। ২০২৫ সালে মুক্তি পাবে রুক্মিণী অভিনীত রামকমল মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘বিনোদিনী:নটীর উপাখ্যান’। বিনোদিনী দাসীর জীবনের প্রেক্ষাপটে যে ছবি তৈরি করেছেন পরিচালক।
TV9 বাংলার ফোন তুলেই রুক্মিণী বললেন, “দিদি ঘোষণা করার পর থেকে আমি শুধু কেঁদেই চলেছি। চোখের জল আটকে রাখতে পারছি না।” দীর্ঘদিন মডেলিং করার পর ২০১৭ সালে প্রথম অভিনেত্রী হিসাবে আত্মপ্রকাশ রুক্মিণীর। সাত বছর আগে নেওয়া সেই সিদ্ধান্ত একেবারে সঠিক ছিল বলে এখন কি তাঁর মনে হয়?রুক্মিণীর উত্তর, “সেদিন আমার সেই সিদ্ধান্তের প্রাপ্তি যদি এটা হয়। তাহলে বলতে পারি কোনও অভিনেত্রীর এর থেকে ভাল সিদ্ধান্ত আর কিছু হয়নি। প্রায় ১৪০ বছরের এক নারীর লড়াই। আমার গোটা টিম দিদিকে (মমতা বন্দ্যোপাধ্যায়) ধন্যবাদ জানিয়েছে। উনি আমায় নিজে ফোন করেছিলেন।” এই ঘোষণায় আপ্লুত নায়িকার মা-ও। ২০২৫ সালের শুরুতেই মুক্তি পাবে রামকমল পরিচালিত, রুক্মিণী অভিনীত ছবি ‘বিনোদিনী:নটীর উপাখ্যান’।