নতুন বছর আসার আগেই নিজের কোন অভ্যাস পাল্টে ফেললেন সৌমিতৃষা?

Dec 30, 2024 | 4:40 PM

Saoumitrisha Kundu: টানা এক বছর পর জি বাংলার পর্দায় ফিরেছেন তিনি বছর শেষে, সেখানেও মঞ্চ আলো করে থাকলেন সৌমিতৃষা। কেরিয়ারের এই পর্যায়ে দাঁড়িয়ে কী স্বপ্ন দেখেন তিনি? TV9 বাংলাকে সৌমিতৃষা বললেন, "কাজটা যেন করে যেতে পারি। এর থেকে বেশি কখনও কিছু চাইনি।"

নতুন বছর আসার আগেই নিজের কোন অভ্যাস পাল্টে ফেললেন সৌমিতৃষা?

Follow Us

সৌমিতৃষা কুণ্ডু। বং-ক্রাশ। কেরিয়ার শুরু ছোটপর্দা থেকে, আর এখন বড় পর্দা, ওটিটিতে তাঁর পসার জমছে। দর্শকরা ভালবাসায় ভরাচ্ছেন অভিনেত্রীকে। একের পর এক প্রজেক্ট তাঁর হাতে। অভিনয় করতে ছোট থেকেই চেয়েছিলেন। প্রতিটা সুযোগকেই যথাসম্ভব কাজে লাগিয়ে চলেছেন তিনি। সঞ্চানলা থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানে তাঁর উপস্থিতি বর্তমান। দীর্ঘ দিন TRP-র তালিকায় শীর্ষে থেকে তাঁর ধারাবাহিক। তাই আজও তিনি সকলের প্রিয় মিঠাই। টানা এক বছর পর জি বাংলার পর্দায় ফিরেছেন তিনি বছর শেষে, সেখানেও মঞ্চ আলো করে থাকলেন সৌমিতৃষা। কেরিয়ারের এই পর্যায়ে দাঁড়িয়ে কী স্বপ্ন দেখেন তিনি? TV9 বাংলাকে সৌমিতৃষা বললেন, “কাজটা যেন করে যেতে পারি। এর থেকে বেশি কখনও কিছু চাইনি।”

নতুন বছরে নিজের কোন অভ্যাস পাল্টালেন সৌমিতৃষা? 

আমি একটা জিনিস পাল্টে ফেলেছি গত এক মাসে, আর তা হল রাত জাগা। আমি এখন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। বিছানায় শুয়ে ফোন দেখি না। সোশ্যাল মিডিয়ায় যতটা সম্ভব কম থাকার চেষ্টা করি।

আর ওয়ার্ক আউট-ডায়েট? 

ওটা মনে হয় এখনই হবে না। পরে কী করব জানি না। তবে আমি খেতে ভীষণ পছন্দ করি। ওটা ছাড়তে পারব না। তাই মাঝে মধ্যে খুব উৎসাহী হয়ে শরীরচর্চা শুরু করি, তারপর ভুলে যাই। ডায়েট করে, খাবার ছেড়ে শরীর ধরে রাখাটাই কি সব? অভিনয়? ওটা দিয়েও তো কাজ পাওয়া যায়। কত অভিনেতাদের দেখি, তাঁরা ফিগার নিয়ে ভাবেন না, অভিনয়ে প্রাণ ঢেলে দেন, তাঁরা তো থেকে গিয়েছেন, দাপটের সঙ্গে। তাই শরীরে নজর আপাতত না দিয়ে অভিনয়টা আরও পোক্ত করার চেষ্টা করে চলেছি।

নতুন বছরে ভগবানের থেকে কী চাইবে? 

আমি একটা বিশেষ দিনে প্রার্থনায় বিশ্বাসী নই। প্রতিদিন ঈশ্বরকে ডাকি। নিজের মত করে প্রার্থনা করি। পুজো হয়তো রোজ করি না, তবে ভগবানকে ডেকেই দিন শুরু করি। তিনি যা লিখে রেখেছেন তাতেই আমার ভাল বসে আমি বিশ্বাস করি। ওই বিশ্বাসটাই আমার শক্তি।

নতুন বছরে কী প্ল্যান? 

কোনও সেলিব্রেশন নয়। মাঝে মধ্যে সময় পেলে পরিবারের সকলের সঙ্গে ডিনার কিংবা লাঞ্চে চলে যাই। আমি পার্টি করি না। খেতে পছন্দ করি। তাই শহরের বুকে কোনও নতুন রেস্তোরাঁ হলে সেখানে চলে যাওয়ার চেষ্টা করি, ভাল ভাল খাবার খাই, সকলের সঙ্গে গল্প করি। এবারও তেমনই একটা প্ল্যান রয়েছে।

Next Article