প্রকাশ্যে মাকে নিয়ে নোংরা মন্তব্য, কমেন্ট পড়ে কী করেছিলেন রূপঙ্কর?
Rupankar Bagchi: সঙ্গীতশিল্পী রূপঙ্কর বাগচীকে নিয়ে বিতর্কের শেষ নেই। ২০২২ সালে কেকে বিতর্কের পর বিস্তর কটাক্ষের সম্মুখীন হতে হয়েছে গায়ককে। সেই বিতর্ক চলেছিল অনেক দিন। তার পর সমাজমাধ্যমের পাতায় নিজের বিবৃতিও দিয়েছিলেন রূপঙ্কর। মাঝে কেটে গিয়েছে অনেকটা সময়। আবারও পুরনো ছন্দে ফিরছেন গায়ক।
সঙ্গীতশিল্পী রূপঙ্কর বাগচীকে নিয়ে বিতর্কের শেষ নেই। ২০২২ সালে কেকে বিতর্কের পর বিস্তর কটাক্ষের সম্মুখীন হতে হয়েছে গায়ককে। সেই বিতর্ক চলেছিল অনেক দিন। তার পর সমাজমাধ্যমের পাতায় নিজের বিবৃতিও দিয়েছিলেন রূপঙ্কর। মাঝে কেটে গিয়েছে অনেকটা সময়। আবারও পুরনো ছন্দে ফিরছেন গায়ক। তবে সেই কঠিন মুহূর্তে শুধু তাঁকে যে কথা শুনতে হয়েছিল তেমনটা নয়। তাঁর পরিবারকে টেনেও নানা প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল তাঁকে। সম্প্রতি গায়ককে প্রশ্ন করা হয় যে সোশ্যাল মিডিয়ায় এমন কোনও মন্তব্য দেখে আঘাত পেয়েছিলেন যা এখনও মনে গেঁথে রয়েছে তাঁর। সঙ্গে সঙ্গে উত্তর দেন রূপঙ্কর। তিনি বলেন,”আমার মা-কে উদ্দেশ্য করে একটি খারাপ মন্তব্য করা হয়। যা পড়ে আমার অত্যন্ত খারাপ লেগেছিল। একজন লিখেছিলেন আমার মাকে…আমি এখানে অনেক ভাল ভাবে বলছি। কিন্তু সেখানে আরও খারাপ ভাষায় লেখা ছিল। আমি এখনও সে কথা ভুলতে পারব না।”
View this post on Instagram
উল্লেখ্য, দুদিন আগেই জন্মদিন গিয়েছে গায়কের। প্রচুর শুভেচ্ছা এসেছে অনুরাগীদের তরফে। এর মাঝেই আবার অসুস্থ হয়ে পড়েছেন রূপঙ্করের স্ত্রী চৈতালি। কী হয়েছে চৈতালী দেবীর? রূপঙ্কর বাগচী প্রাথমিকভাবে জানিয়েছিলেন, তাঁর স্ত্রী চৈতালীর ইউটিআই-এর সমস্যা দেখা দিয়েছে। সিপিআর লেবেল বেড়ে গিয়েছে। ইনফেকশন হয়েছে বলেই প্রাথমিক অনুমান। এখনও তিনি হাসপাতালেই ভর্তি। TV9 বাংলা গায়কের সঙ্গে যোগাযোগ করলেন তিনি বলেন, “এখন অনেকটা ভাল আছে। সুস্থ হয়ে উঠছে। তবে ডাক্তার বলেছেন আর এক বা দুদিন রাখতে হতে পারে। সেক্ষেত্রে ৫ কিংবা ৬ ডিসেম্বর ছুটি দেওয়া হবে।” যদিও এখনও হাসপাতালেই রয়েছেন। বেশ কিছু পরীক্ষা করা হবে বলেও খবর। রূপঙ্কর বাগচীর ২ ডিসেম্বর TV9 বাংলা ঘরের বায়োস্কোপ অনুষ্ঠানে আসার কথাও ছিল। শেষ মুহূর্তে পারিবারিক সমস্যার জেরেই তিনি এসে পৌঁছতে পারেননি।