পিতৃত্বকালীন ছুটির পরই ‘আদিপুরুষ’-এর শুটিংয়ে যোগ দেবেন সইফ আলি খান

Jan 09, 2021 | 3:10 PM

এই ছবিতে ‘রাবণ’ চরিত্রে অভিনয় করছেন সইফ আলি খান।

পিতৃত্বকালীন ছুটির পরই আদিপুরুষ-এর শুটিংয়ে যোগ দেবেন সইফ আলি খান
তানাজি-দ্য আনসাং ওয়ারিওর-এর পরিচালক ওম রাউতের নতুন ছবি ‘আদিপুরুষ’।

Follow Us

ফের বাবা হতে চলেছেন ছোটে নবাব সইফ আলি খান। আপাতত রয়েছেন পিতৃত্বকালীন ছুটিতে। তবে সন্তানের আগমনের পর নতুন কোন কাজে হাত দেবেন সেই শিডিউল তৈরি করে ফেলেছেন সইফ। জানা গিয়েছে, পেটারনিটি লিভ কাটিয়েই শুটিং ফ্লোরে ফিরবেন তিনি। কাজ শুরু করবেন ‘আদিপুরুষ’-এর জন্য।

তানাজি-দ্য আনসাং ওয়ারিওর-এর পরিচালক ওম রাউতের নতুন ছবি ‘আদিপুরুষ’। চলতি মাসেই শুরু হবে শ্যুটিং। তবে সইফ শুটিং ফ্লোরে যোগ দেবেন মার্চ মাসের শেষ দিকে। সম্ভবত মার্চ মাসের শেষ সপ্তাহে সইফকে দেখা যাবে ‘আদিপুরুষ’-এর শুটিংয়ে। জানা গিয়েছে, এই ছবিতে ‘রাবণ’ চরিত্রে অভিনয় করছেন সইফ আলি খান।

পরিচালক ওম রাউত জানিয়েছেন, “সইফ স্যার এবং প্রভাস শেষ তিন-চার মাস ধরে এই ছবির জন্য নিজেদের তৈরি করছেন। আমার টিমও শুটিং শুরু করার জন্য মুখিয়ে রয়েছে। ফাইনাল শিডিউল তৈরি হচ্ছে এখন। সইফ স্যার এখন পেটারনিটি লিভে রয়েছেন। ছুটি কাটিয়ে মার্চের শেষে শুটিংয়ে যোগ দেবেন তিনি। অগস্ট মাসের মধ্যে শুটিং শেষ করার চেষ্টা করব আমরা।“

গত বছর প্রেগন্যান্সির খবর পাওয়ার পর করিনা কাপুর খানও ‘লাল সিং চাড্ডা’-র শুটিং শেষ করেছেন। নিজের রেডিও শো এবং বেশ কিছু বিজ্ঞাপনের জন্যও শুটিং করেছেন করিনা। এছাড়া গত বছর দিওয়ালি পালনের জন্য সইফ আর তৈমুরের সঙ্গে ধর্মশালায় গিয়েছিলেন করিনা। সেখানে ‘ভুত পুলিশ’-এর শুটিং করেছেন বেবো। তবে নতুন বছর মুম্বইয়ের বাড়িতেই কাটিয়েছেন সইফিনা। সঙ্গে অবশ্যই ছিল ছোট্ট তৈমুর।

Next Article