‘প্রাক্তন’ বৌদি অমৃতার ছবি শেয়ার করে কী লিখলেন সইফের বোন?

Dec 13, 2020 | 1:22 PM

১৯৯১-এ বয়সে প্রায় দশ বছরের ছোট সইফের সঙ্গে বিয়ে হয় অমৃতার। বিয়ের প্রায় ১৩ বছর পর ২০০৪ সালে হঠাৎই বিচ্ছেদ হয়ে যায় ওই জুটির।

প্রাক্তন বৌদি অমৃতার ছবি শেয়ার করে কী লিখলেন সইফের বোন?
স্মৃতি- অমৃতা এবং সইফ।

Follow Us

অমৃতা সিংহ (Amrita singh)  এবং সারা আলি খানের ( Sara Ali Khan ) প্রশংসায় পঞ্চমুখ সইফ আলি খানের বোন সাবা আলি খান। সইফের সঙ্গে অমৃতার বিচ্ছেদ বহু বছর আগে হয়ে গেলেও সাবার মনে টাটকা বৌদির স্মৃতি। সোশ্যাল মিডিয়ায় ‘প্রাক্তন’ বৌদি’র ছবি শেয়ার করে কী লিখলেন তিনি?

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবির কোলাজ শেয়ার করেছেন শর্মিলা ঠাকুর এবং মনসুর আলি খান পতৌদির দ্বিতীয় সন্তান সাবা। এক পাশে পোলকা ডট শর্ট ড্রেসে দাঁড়িয়ে সারা এবং অন্য দিকে খোলা চুলে, স্কিন হাগিং প্যান্টে দাঁড়িয়ে রয়েছে অমৃতা। সেই ছবিই শেয়ার করে সাবা লেখেন, “ক্লাসি ডুও। মাশাল্লাহ!

সাবার ওই পোস্টে নেটিজেনরাও মা-মেয়ের অসম্ভব মিল খুঁজে পেয়ে উচ্ছ্বসিত। একজন লিখেছেন, “সারাকে দেখতে পুরো যেন অমৃতার ছোটবেলা। শুধু নাকটা পেয়েছে বাবার মতো”। আর একজন লিখেছেন, “মা-মেয়ের মধ্যে মিল থাকবে সেটাই স্বাভাবিক। কিন্তু তাই বলে চেহারার এত মিল…!” তবে সইফের আগের পক্ষকেও যে এখনও আপন ভাবে সাবা এই ছবিই সে কথা জানান দিচ্ছে।

সইফের সঙ্গে অমৃতার ভালবাসার বিয়ে। ১৯৯১-এ বয়সে প্রায় দশ বছরের ছোট সইফের সঙ্গে বিয়ে হয় অমৃতার। পাঁচ বছর পর জন্ম হয় তাঁদের প্রথম সন্তান সারার আলি খানের। ২০০১-এ আসে সইফ-অমৃতার দ্বিতীয় সন্তান ইব্রাহিম। বিয়ের প্রায় ১৩ বছর পর ২০০৪ সালে হঠাৎই বিচ্ছেদ হয়ে যায় ওই জুটির। সে সময় অমৃতা এবং সইফের বিচ্ছেদ গুঞ্জন তৈরি করেছেন বলিপাড়ায়।
এর পর অমৃতা আর বিয়ে না করলেও ২০১২ তে অভিনেত্রী করিনা কপূরকে বিয়ে করেন সইফ আলি খান । ২০১৬ সালে সইফ-করিনার ছেলে তৈমুরের জন্ম হয়। ২০২১-এ সইফ-করিনা জুটি দ্বিতীয় সন্তানের অপেক্ষায়…


সারা এবং ইব্রাহিমের সঙ্গে পতৌদি পরিবারের সম্পর্ক বেশ ভাল। সারা যদিও করিনাকে ‘আন্টি’ নয়, নাম ধরেই ডাকেন। কিন্তু বিচ্ছেদের পর অমৃতাকে কোনওদিনই সইফের পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ হতে দেখা যায় নি। কয়েক বছর আগে কর্ণ জোহরের চ্যাট শো-এ এসে করিনাও বলেছিলেন, অমৃতাকে নাকি কোনওদিন সামনে থেকে দেখেনই তিনি। যদিও বিভিন্ন সাক্ষাৎকারে সইফ প্রশংসা করেছেন অমৃতার। অমৃতা বয়সে বড় হওয়ায়, কাজের প্রতি কীরকম দায়িত্ব, কর্তব্য রাখা উচিত তা নাকি অমৃতাই শিখিয়েছেন তাঁকে, অকপটে স্বীকার করেছেন ‘ছোটে নবাব’।

Next Article