ডিসেম্বরের ৭ তারিখেই…! সলমনের বড় সিদ্ধান্তে দিশেহারা ভক্তরা

Oct 28, 2024 | 4:23 PM

Salman Khan: যে কোনও মুহূর্তে খুন হতে পারেন সলমন খান। লরেন্স বিষ্ণোই ও তাঁর দলবল যে ওঁত পেতে রয়েছে। একের পর এক হুমকি মিলছে তাঁর। সলমনও যে খানিক দিশেহারা, ঘনিষ্ঠ সূত্রে খবর মিলছে এমনটাই। নিরাপত্তা বাড়ানো হয়েছে, কেনা হয়েছে বুলেটপ্রুফ গাড়িও।

ডিসেম্বরের ৭ তারিখেই...! সলমনের বড় সিদ্ধান্তে দিশেহারা ভক্তরা
সলমন খান

Follow Us

যে কোনও মুহূর্তে খুন হতে পারেন সলমন খান। লরেন্স বিষ্ণোই ও তাঁর দলবল যে ওঁত পেতে রয়েছে। একের পর এক হুমকি মিলছে তাঁর। সলমনও যে খানিক দিশেহারা, ঘনিষ্ঠ সূত্রে খবর মিলছে এমনটাই। নিরাপত্তা বাড়ানো হয়েছে, কেনা হয়েছে বুলেটপ্রুফ গাড়িও। এ সবের মধ্যেই সলমনের সিদ্ধান্তে কার্যত দিশাহীন তাঁর ভক্তরা। সকলেই বলছেন, ‘এত বাড়াবাড়ি কি না করলেই নয়?’ কী এমন করেছেন সলমন যে তাঁকে নিয়ে চিন্তায় ঘুম উড়েছে তাঁর ভক্তদের?

নিজের পছন্দের শিল্পীদের নিয়ে দেশ-বিদেশে ট্যুরে যান সলমন খান। নাচ-গানে ভরিয়ে দেন অডিটোরিয়াম। গত বছর ইস্টবেঙ্গল ক্লাবের ডাকে এসেছিলেন কলকাতাতেও। আগামী ৭ ডিসেম্বর সলমন যাচ্ছে দুবাইয়ে। শো’র নাম ‘দ্য ব্যাং’। রত্নখচিত সেই শো-এ সলমনের শরীক হচ্ছেন জ্যাকলিন, প্রভুদেবা থেকে শুরু করে তামান্না ভাটিয়া, দিশা পাটানি, সোনাক্ষী সিনহা, সুনীল গ্রোভারসহ অনেকেই। প্রায় চার ঘণ্টা ধরে চলবে সেই শো।

প্রাণনাশের হুমকির মধ্যেই খোলা জায়গায় সলমন শো করবেন– সেই চিন্তাতেই ঘুম উড়েছে ভক্তদের। অনেকেই তাঁকে দাগিয়ে দিচ্ছেন, ‘অবিবেচক বলে’। কিন্তু ওই যে, সলমন তো নিজেই বলেছেন, ‘একবার ম্যায়নে যো কমিটমেন্ট কর দি, উসকে বাদ খুদকা ভি নহি শুনতা’। সঙ্গে থাকবে কড়া নিরাপত্তা, থাকবেন তাঁর বিশ্বস্ত দেহরক্ষী শেরাও। তবু ১০০ শতাংশ নিশ্চিন্ত কিছুতেই হতে পারছেন না তাঁর ঘনিষ্ঠমহলও।

Next Article