নিরাপত্তা নিয়ে চিন্তা থাকলেও, গণেশের আরাধনায় মাতলেন ভাইজান
সলমন খান উৎসবের আনন্দে মেতে উঠেছিলেন ২৮শে অগাস্ট। তাঁর বোন অর্পিতা খান শর্মার বাড়িতে আরতি করার পর, এই সুপারস্টারকে দেখা যায় ঢোলের তালে খুশিতে নাচতে নাচতে বিসর্জন মিছিলে অংশ নিতে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় সলমন খান টি-শার্ট ও জিন্স পরে নাচছেন। তাঁর সঙ্গে ছিলেন বোন অর্পিতা, ভগ্নিপতি ও অভিনেতা আয়ুষ শর্মা, জাহির ইকবাল এবং সোনাক্ষী সিনহা, আরও অনেকে।

সলমন খান উৎসবের আনন্দে মেতে উঠেছিলেন ২৮শে অগাস্ট। তাঁর বোন অর্পিতা খান শর্মার বাড়িতে আরতি করার পর, এই সুপারস্টারকে দেখা যায় ঢোলের তালে খুশিতে নাচতে নাচতে বিসর্জন মিছিলে অংশ নিতে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় সলমন খান টি-শার্ট ও জিন্স পরে নাচছেন। তাঁর সঙ্গে ছিলেন বোন অর্পিতা, ভগ্নিপতি ও অভিনেতা আয়ুষ শর্মা, জাহির ইকবাল এবং সোনাক্ষী সিনহা, আরও অনেকে।
২৭শে আগস্ট সলমন খান ও তাঁর পরিবার উৎসাহের সঙ্গে গণেশ চতুর্থী ২০২৫ উদ্যাপন করেন, অর্পিতা খান শর্মার মুম্বইয়ের বাড়িতে একত্রিত হয়ে। কালো শার্ট ও বেজ রঙের ট্রাউজারে সজ্জিত সলমনের সঙ্গে ছিলেন ভাই আরবাজ খান, বোন আলভিরা খান এবং অতুল অগ্নিহোত্রিও।
এমনিতে সলমন খান বর্তমানে লাদাখে তাঁর আসন্ন ছবি ‘ব্যাটল অফ গালওয়ান’-এর শুটিংয়ে ব্যস্ত। এই ছবিতে সলমনকে দেখা যাবে কর্নেল বি সন্তোষ বাবুর চরিত্রে, যিনি সংঘর্ষে ভারতীয় বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন। অত্যন্ত প্রতীক্ষিত এই ছবিটি সাম্প্রতিক ইতিহাসের অন্যতম ভয়াবহ সীমান্ত সংঘর্ষের একটি মনকাড়া পুনর্নির্মাণ হতে চলেছে, এমনই দাবি পরিচালকের। তবে ভাইজানের নিরাপত্তা নিয়ে সব সময়ে সমস্যা চলছেই। ভাইজানের ঘনিষ্ঠ কপিল শর্মার ক্যাফেতে গুলি চলেছে। তারপর সলমনের শুটিংয়ে বাধা এসেছিল বলে খবর। তবে নিরাপত্তা সংক্রান্ত সমস্যা থাকলেও, গণেশ চতুর্থীতে প্রতিবারের মতোই পাওয়া গেল সলমনকে। মিডিয়াও ভাইজানের ছবি তুলতে পেরে খুশি। অনুরাগীদের ভিড় সামলাতে অবশ্য অনেকটাই সমস্যা হয়েছে। সলমনের মতোই বলিউডের তাবড় তারকারা এই মুহূর্তে গণপতির আরাধনা নিয়ে ব্যস্ত।
