একের পর এক হুমকি পেয়েই চলেছেন সলমন খান। তাঁর প্রাণনাশের শঙ্কা বেড়েই চলেছে। ফলে খুবই চিন্তিত নায়কের পরিবারের সবাই। এই পরিস্থিতিতে সম্প্রতি অভিনেতার প্রাক্তন প্রেমিকা সোমি আলি প্রকাশ্যে জানিয়েছিলেন তিনি লরেন্স বিষ্ণোইয়ের সঙ্গে কথা বলতে চান। এবার আরও এক বিস্ফোরক মন্তব্য করে বসলেন সোমি।
সলমনের প্রাক্তন জানালেন লরেন্স সলমনের থেকে অনেক ভাল । শুধু তাই নয় এখনও সলমনের সঙ্গে কী ভাবে তাঁর প্রাক্তন প্রেমিকাদের সঙ্গে ভাল সম্পর্ক? সেই বিষয়ে রীতিমতো বোমা ফাটালেন সোমি। ভাইজানের প্রাক্তন বলেন, “সঙ্গীতা বা ক্যাটরিনা আমার মতো অত্যাচারিত হয়নি। আমার উপর যতটা অত্যাচার করেছে সলমন। ঐশ্বর্যর উপরেও প্রচন্ড অত্যাচার করেছিল সলমন। যতদূর মনে পড়ছে মেরে ঐশ্বর্যর কাঁধ ভেঙে দিয়েছিল ও। ক্যাটরিনার সঙ্গেও কি ও এমনটা করেছিল সেটা আমার মনে পড়ছে না। আমার যা অবস্থা হয়েছিল। বিছানায় শয্যাশায়ী ছিলাম। তবে এত কিছুর পরেও বিষ্ণোইদের থেকে ওর হয়ে ক্ষমা চেয়ে নিতে চাই। সব ভুলে যেন ওরা সলমনকে ক্ষমা করে দেন।”
সোমি এর আগে লরেন্সের সঙ্গে জুম কলে কথাও বলতে চেয়েছিলেন। সোমি নিজের ইনস্টাগ্রামে লেখেন, “নমস্কার, লরেন্স ভাই। শুনেছি আপনি নাকি জেলে বসেই জ়ুম কলে কথা বলেন। আমার আপনার সঙ্গে কিছু কথা আছে। গোটা বিশ্বে আমার প্রিয় জায়গা হল রাজস্থান। আমি আপনাদের মন্দিরে গিয়ে পুজো দিতে চাই। পুজোর সঙ্গে জ়ুম কলে কিছু কথাও ছিল। দয়া করে যদি ফোন নম্বর পাওয়া যায় তা হলে কৃতজ্ঞ থাকতাম। আর এতটুকু বলতে পারি কথা হলে আপনিই লাভবান হবেন।” সলমনের প্রাক্তন প্রেমিকার এই পোস্ট দেখে হতবম্ব অনেকেই। শেষে ফোন করে কথা বলতে চাইলেন তিনি। অনেকের মতে এই পোস্টের পর ভাইজানের জীবন নিয়ে ভয় আরও বাড়ল।