AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সামান্থার চেহারা নিয়ে ব্যঙ্গ অনুরাগীর, একহাত নিলেন নায়িকা

Samantha Ruth Prabhu: নায়িকারা কখন রোগা হলেন আবার কখন মোটা হয়ে গেলেন তা নিয়ে অনুরাগীদের আলোচনার শেষ থাকে না। বিশেষত এই সোশ্যাল মিডিয়ার যুগে একটু এদিক ওদিক হওয়া মানেই তো আলোচনা শুরু। যেমন এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে অভিনেত্রী সামান্থা রুথ প্রভু।

সামান্থার চেহারা নিয়ে ব্যঙ্গ অনুরাগীর, একহাত নিলেন নায়িকা
| Edited By: | Updated on: Nov 06, 2024 | 9:54 AM
Share

নায়িকারা কখন রোগা হলেন আবার কখন মোটা হয়ে গেলেন তা নিয়ে অনুরাগীদের আলোচনার শেষ থাকে না। বিশেষত এই সোশ্যাল মিডিয়ার যুগে একটু এদিক ওদিক হওয়া মানেই তো আলোচনা শুরু। যেমন এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। একদিকে তাঁর নতুন ছবি ‘সিটাডেল: হানি বানি ‘ ছবি মুক্তি পাওয়ার চাপ চলছে। অন্য দিকে আবার অত্যধিক রোগা হয়ে গিয়েছেন বলেও সেই নিয়ে আলোচনা তুঙ্গে।

প্রথমবার অভিনেতা বরুণ ধওয়ানের সঙ্গে দেখা যবে তাঁকে। এই জুটিকে দেখার জন্যও উত্তেজিত দর্শক। এরই মধ্য়ে দর্শকের সঙ্গে প্রশ্নোত্তরের খেলায় মজেছিলেন অভিনেত্রী। সেখানে অনুরাগীদের অবাধ অধিকার ছিল সামান্থাকে প্রশ্ন করার। তখনই এক জন তাঁকে প্রশ্ন করে বসেন, “ম্যাম দয়া করে নিজের ওজন একটু বাড়ান। একটু মোটা হন।” এই প্রশ্নকে একেবারেই এড়িয়ে যাননি অভিনেত্রী। উল্টে সটান উত্তর দিয়েছেন নিজের ভক্তকে। তবে শুধু একজন নয় অনেকেই তাঁর ওজন নিয়ে প্রশ্ন তুলেছেন।

কী উত্তর দেন অভিনেত্রী? সামান্থা লেখেন, “এটা ২০২৪। দয়া করে মানুষকে বাঁচতে দিন এবং নিজেও বাঁচুন। অন্যদের বিচার করা বন্ধ করুন।” সেই সঙ্গে তিনি যোগ করেন, “আমি নিজের শারীরিক অবস্থার জন্য একটি কড়া ডায়েটে আছি। যে কারণে অনেক সময় আমার ওজন বেড়েও যেতে পারে। কিন্তু এটা নিয়ে এত আলোচনার কিছু হয়নি।” উল্লেখ্য, শোনা যায় প্রথমে নাকি সামান্থার সঙ্গে কাজ করার জন্য বরুণকেও অনেকে অনেক কথা বলেছিলেন। তবে কারও কোনও কথাকেই গুরুত্ব দেননি নায়ক।