‘নমস্কার দর্শক…’ দাঁত তুলতে গিয়ে ভিডিয়ো করলেন সারা!

স্বরলিপি ভট্টাচার্য | Edited By: arunava roy

Feb 11, 2021 | 1:13 PM

সোশ্যাল মিডিয়ায় বরাবরই অ্যাক্টিভ সারা। কখনও নিজের ফটোশুট, কখনও বা ফ্যামিলি টাইম- সবই শেয়ার করে নেন অনুরাগীদের সঙ্গে।

‘নমস্কার দর্শক...’ দাঁত তুলতে গিয়ে ভিডিয়ো করলেন সারা!
বিছানায় শুয়ে সারা। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

Follow Us

‘নমস্কার দর্শক…।’ ঠিক এভাবেই ছোট ছোট ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন বলিউড (bollywood) অভিনেত্রী (Actress) সারা আলি খান (Sara Ali Khan)। সারার এ হেন ভিডিয়ো রীতিমতো ভাইরাল হয় সোশ্যাল ওয়ালে। ফের তেমনই একটি ভিডিয়ো শেয়ার করেছেন নায়িকা। এ বার তিনি দন্ত চিকিৎসকের দ্বারস্থ!

দাঁত তুলতে গিয়েছিলেন সারা! বেডে শুয়েই তিনি ভিডিয়ো তৈরি করেছেন। সারাকে বলতে দেখা গিয়েছে, ‘নমস্কার দর্শক। দুঃখিত, আমি ভাল করে কথা বলতে পারছি না। আমার তো প্রত্যেকটা বাক্য বলতে গিয়েই হাসি পাচ্ছে।’

সোশ্যাল মিডিয়ায় বরাবরই অ্যাক্টিভ সারা। কখনও নিজের ফটোশুট, কখনও বা ফ্যামিলি টাইম- সবই শেয়ার করে নেন অনুরাগীদের সঙ্গে। ফলে দাঁত তুলতে যাওয়ার ভিডিয়ো শেয়ার করা একেবারেই বিচিত্র নয় বলেই মনে করছেন বলি মহলের একটা অংশ।

২০১৮-এ ‘কেদারনাথ’ দিয়ে বলি পর্দায় ডেবিউ করেছিলেন সারা। ধীরে ধীরে নিজের পায়ের তলার জমি শক্ত করেছেন তিনি। তাঁর শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘কুলি নাম্বার ওয়ান’-এর রিমেক। গত বছর বড়দিনে ওটিটিতে মুক্তি পেয়েছে করিশ্মা-গোবিন্দার আইকনিক ছবির রিমেক। বরুণ ধাওয়ানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন সারা। কিন্তু শেষরক্ষা হয়নি। সাফল্য তো আসেইনি, উপরন্তু গোদের উপর বিষফোঁড়া ট্রোলিং, মিম। সমালোচকদের আতসকাচেও সে ছবি পাশ নম্বর পায়নি। যদিও এ সব ফেলে রেখে নতুন করে কাজে মন দিতে চান সারা।

আরও পড়ুন, ভারতের বহু প্রথম সারির পরিচালকের কেরিয়ার শুরু হয়েছে আমার সঙ্গেই: কঙ্গনা রানাওয়াত

Next Article