বড় পর্দায় সারাকে লঞ্চ করছেন সলমন!সত্যি সামনে আনলেন যিশু কন্যা

Sara Sengupta: 'বেশ কিছু প্রতিবেদন আমার চোখে পড়েছে, কিন্তু তা...' অবশেষে সত্যি প্রকাশ্যে আনলেন সারা সেনগুপ্ত। 'উমা' ছবির মাধ্যমে বড় পর্দায় হাতেখড়ি হয় যিশু সেনগুপ্ত এবং নীলাঞ্জনার কন্যা সারার। তার পর বেশ কিছু আন্তর্জাতিক ব্র্যান্ডের জন্য ব়্যাম্পে হেঁটেছেন তিনি।

বড় পর্দায় সারাকে লঞ্চ করছেন সলমন!সত্যি সামনে আনলেন যিশু কন্যা
Follow Us:
| Edited By: | Updated on: Jan 12, 2025 | 4:33 PM

‘বেশ কিছু প্রতিবেদন আমার চোখে পড়েছে, কিন্তু তা…’ অবশেষে সত্যি প্রকাশ্যে আনলেন সারা সেনগুপ্ত। ‘উমা’ ছবির মাধ্যমে বড় পর্দায় হাতেখড়ি হয় যিশু সেনগুপ্ত এবং নীলাঞ্জনার কন্যা সারার। তার পর বেশ কিছু আন্তর্জাতিক ব্র্যান্ডের জন্য ব়্যাম্পে হেঁটেছেন তিনি। পড়াশোনার সঙ্গে সঙ্গে মডেলিংও তিনি করছেন চুটিয়ে। এর মধ্যেই টলিপাড়ার অন্দরে আলোচন তুঙ্গে। এবার নাকি বলিউডে পা রাখতে চলেছেন সারা। শোনা গিয়েছিল সলমন খান নাকি তাঁকে লঞ্চ করছে। যদিও তা নিয়ে এত দিন কোনও মন্তব্য করেননি সারা। অবশেষে নীরবতা ভাঙলেন যিশু কন্যা। সদ্য ১৯-এ পা দিয়েছেন সারা। এর মাঝেই শোনা যাচ্ছে তাঁর মা-বাবার নাকি ডিভোর্স হচ্ছে। তার মধ্যেই এই খবর।

নিজের ইনস্টাগ্রামে পোস্ট করে সার লেখেন, “কিছু খবর চোখে পড়েছে সম্প্রতি। তাই কয়েকটা জিনিস স্পষ্ট করতে এলাম। দেখলাম বলা হচ্ছে যে, আমি নাকি বলিউডে পা রাখতে চলেছি। যদিও ভবিষ্যতে আমার অভিনয়ের পরিকল্পনা রয়েছে, তবে বর্তমানে আমি চাই মডেলিংটাই মন দিয়ে করতে। আশা করি, কোনও দিন এটাই সত্যি হবে।” আপাতত মায়ের সঙ্গেই দুই বোনে নিজেদের মতো করে জীবন গুছিয়ে নিয়েছেন। এরই মধ্যেই বেশ কিছু শো করেও ফেলেছেন সারা। তাঁকে আবার পর্দায় দেখার অপেক্ষায় সবাই।