৯ জুন, সন্ধ্যা সাতটায় নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করতে চলেছেন। সাল ২০১৪, প্রথমবার মসনদে বসেন প্রধানমন্ত্রী। তারপর ২০১৯, এবার ২০২৪-এও এসে জয় রাখললেন নিদের দখলে। তবে এবার একক সংখ্যাগরিষ্ঠতায় তিনি জয়যুক্ত হতে পারেননি। তবুও নতুন উদ্যোমে আবারও পাঁচ পছরের জন্যে পথচলা শুরু। আর সেই শপথগ্রহণের বিশেষ মুহূর্তে সাক্ষী থাকতে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিশেষ বিশেষ ব্যক্তিত্বদের আমন্ত্রণ জানানো হয়েছিল। যে তালিকায়, ভারতের নাম করা ডাক্তার, উকিল, শিল্পী এমন কি সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় ভ্লগাররাও পেয়েছেন ডাক। আর তাই ঘড়ি ধরে, ঠিক পৌনে সাতটায় সভায় হাজির হতে দেখা গেল বলিউড বাদশা শাহরুখ খানকে। তিনি পেয়েছিলেন বিশেষ নিমন্ত্রণ। আর সেই ডাকে সাড়া দিতেই এবার দিল্লিতে হাজির হয়েছেন কিং খান।
Delhi | Actors Shah Rukh Khan and Akshay Kumar greet each other as they arrive to attend the oath ceremony of PM-designate Narendra Modi at Rashtrapati Bhavan pic.twitter.com/A6jhJBsI9K
— ANI (@ANI) June 9, 2024
না, তবে শাহরুখ খানের সঙ্গে রাজনীতির সরাসরি কোনও যোগ নেই। তিনি কখনওই কোনও রাজনৈতিক দলকে নিয়ে কোনও মন্তব্য করেননি। এই বিষয় বরাবর তিনি নিরপেক্ষ থেকেছেন। তবে দেশের এই বিশেষ মুহূর্তের সাক্ষী থাকতে তিনি দ্বিধাবোধ করেননি। সকলের মতো তিনিও এদিন হাজির হয়েছেন ঠিক অনুষ্ঠানের পূর্বেই। পাশাপাশি এদিন উপস্থিত হন অক্ষয় কুমার, রজনীকান্ত, বিক্রান্তমাসি প্রমুখেরা। সঙ্গে দেখা গেল তাঁর ম্যানেজার পূজা দাদলানিকেও। সেলিব্রিটিদের মধ্যে চোখে পড়ে এদিন অনেককেই। ঘড়ি ধরে হাজির হন বাংলাদেশের প্রধান মন্ত্রী শেখ হাসিনাও। এদিন মোট ৮০০০ অতিথির আয়োজন করা হয়েছে এখানে।
#WATCH | Adani group chairman Gautam Adani & actor Akshay Kumar at the Forecourt of Rashtrapati Bhavan for the oath ceremony. pic.twitter.com/lObEBTsqvt
— ANI (@ANI) June 9, 2024