সলমন খানের বার্থডে পার্টিতে মধ্যে জমজমাট গ্যালাক্সি। বাড়ির বাইরে দিন রাত বারোটার আগে থেকেই ভক্তদের উপচে পড়াবি। পাপারাৎজিরাও যথা সময়ে কেক নিয়ে ভাইজানের সামনে হাজির। ঈদ ও জন্মদিন এই দুই সেলিব্রেশানে বরাবরই ভক্তদের সঙ্গে যথাসময়ে দেখা করে থাকেন সলমন খান। এবারেও তাই ব্যতিক্রম হল না, ঠিক সময় মতোই গ্যালাক্সির বাইরে হাজির হলেন সকলের প্রিয় ভাইজান। তাঁকে দেখা মাত্রই কেক বাড়িয়ে দিলেন বিটাউনের ফটোগ্রাফাররা। তবে চমক এখানেই শেষ নয়, কিছুক্ষণের মধ্যেই গাড়ি থেকে নামলেন শাহরুখ খান। একসময় বিটাউনে এই স্টারের মধ্যে সম্পর্ক ছিল আদায় কাঁচকলায়, বর্তমানে তাঁরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে মরিয়া।
একে অন্যের বিপদে পাশে থাকছেন একে অন্যের প্রয়োজনের ছুটে যাচ্ছেন একে অন্যের ছবিতে কেমিও করছেন নির্দ্বিধায়। যার ফলে এখন এই দুই খানের ভক্ত এক কথায় মিলে গিয়েছে বললেই চলে। এদিন মধ্যরাতের পার্টিতে তাই সলমন খানের বাড়ির সামনে শাহরুখ খানকে দেখে অনেকেই চমকে গেলেন। দুজনেরই পরনে পোশাকের একই রং কালো। শাহরুখ খানকে দেখা মাত্রই সলমন খান জড়িয়ে ধরলেন। তারপর চলল অন্দরমহলে সেলিব্রেশন।
এই ছবি মুহুর্তে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় পাতায়। বলিউডের অন্যতম বন্ধুত্বের ছবি, কমেন্ট বক্সে শুভেচ্ছা বার্তার পাশাপাশি খুশির জোয়ার এই দিন ছিল চোখে পড়ার মতো। ঝড়ের গতিতে ভাইরাল হওয়া ভিডিয়ো তাই সলমন খানের জন্মদিনে দিনভর সোশ্যাল মিডিয়া ট্রেন্ডে জায়গা করে নেয়। বছর পড়লেই মুক্তি পাচ্ছে পাঠান ছবি, সেই ছবিতে কেমিও করেছেন সলমন খান আবার যে সপ্তাহের ছবি মুক্তি পাচ্ছে শাহরুখ খানের, সেই একই সপ্তাহে তিনি আবার সলমন খানের আগামী ছবি টাইগার থ্রি-তে কেমিও শুটিংয়ে ব্যস্ত থাকবেন বলেই বিটাউনসূত্রে খবর। ৫৭ তম জন্মদিনে ভাইজানকে শুভেচ্ছা জানাচ্ছেন সেলেবরাও। এদিন মধ্যরাতের পার্টিতে উপস্থিত ছিলেন বিটাউনের বাঘাবাঘা স্টারেরাও।