AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

২১-এর মিছিলে পা মেলালেন শাহরুখ? দেখা মাত্রই ছবি ভাইরাল নেটপাড়ায়

এক পলকের জন্যে দেখলে চমকে যাবেন অনেকেই। শাহরুখ খানের সঙ্গে মুখ্যমন্ত্রীর সম্পর্ক বেশ ভাল। মাঝে মধ্যেই মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় আসতে দেখা যায় তাঁকে। কখনও কলকাতা চলচ্চিত্র উৎসব, কখনও আবার ছবির প্রচারে, বারবার কলকাতায় এসেছেন তিনি।

২১-এর মিছিলে পা মেলালেন শাহরুখ? দেখা মাত্রই ছবি ভাইরাল নেটপাড়ায়
| Edited By: | Updated on: Jul 21, 2025 | 1:03 PM
Share

২১ জুলাই, প্রতি বছরের মতো এবারও শহর কলকাতার ছবিটা এক। ধর্মতলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা ঘিরে সকাল থেকেই ব্যস্ততা তুঙ্গে। গোটা বাংলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে এসেছেন ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর বার্তা সামনে থেকে শুনতে। নেতামন্ত্রীদের সঙ্গে পায়ে পা মিলিয়ে দলের কর্মীসদস্যরা সকাল থেকেই ভিড় জমাচ্ছিলেন ধর্মতলায়। তারই মাঝে আচমকা হাজির শাহরুখ খান?

এক পলকের জন্যে দেখলে চমকে যাবেন অনেকেই। শাহরুখ খানের সঙ্গে মুখ্যমন্ত্রীর সম্পর্ক বেশ ভাল। মাঝে মধ্যেই মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় আসতে দেখা যায় তাঁকে। কখনও কলকাতা চলচ্চিত্র উৎসব, কখনও আবার ছবির প্রচারে, বারবার কলকাতায় এসেছেন তিনি। তাই বলে ২১-এর মঞ্চেও থাকতে চলেছেন বলিউড বাদশা। নাহ, একেবারেই না। সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে যে ছবি ভাইরাল, তা ভাল করে দেখলে বোঝাই যায়, তিনি কিং খান নন, বরং শাহরুখ সেজে তিনি এই মিছিলে কেবলমাত্র মনোরঞ্জন করার জন্যে তিনি এই বেশে এসেছেন। নাম, রাজকুমার খান, বীরভূম থেকে তৃণমূল কর্মীদের সঙ্গে এসেছেন তিনি।

প্রসঙ্গত, এর দু’দিন আগেই শাহরুখ খানের অসুস্থতার খবর পেয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিং ছবির সেটে পেশিতে চোট পান শাহরুখ খান। সেই খবর কানে যেতেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন মুখ্যমন্ত্রী।