শাহরুখের কাজ নিয়ে চরম নিন্দা!স্বার্থে ঘা লাগতেই ফোঁস বাদশার
গুটখার বিজ্ঞাপন করার জন্য অনেকবারই কটাক্ষের সম্মুখীন হতে হয়েছে অক্ষয়কুমার, অজয় দেবগণকে। তা নিয়ে নিজেদের সাফাইও দিয়েছেন নায়করা। এবার শাহরুখ খানকে নিয়ে আলোচনা শুরু। একটি কোল্ড ড্রিঙ্কের কোম্পানির মুখ বাদশা। তা নিয়েই শুরু হয়েছে আলোচনা।
গুটখার বিজ্ঞাপন করার জন্য অনেকবারই কটাক্ষের সম্মুখীন হতে হয়েছে অক্ষয়কুমার, অজয় দেবগণকে। তা নিয়ে নিজেদের সাফাইও দিয়েছেন নায়করা। এবার শাহরুখ খানকে নিয়ে আলোচনা শুরু। একটি কোল্ড ড্রিঙ্কের কোম্পানির মুখ বাদশা। তা নিয়েই শুরু হয়েছে আলোচনা। নায়কের থেকে এমনটা মোটেই আশা করেননি কেউ। তাই ধেয়ে এসেছে একের পর এক নেতিবাচক মন্তব্য। সুপারস্টার হয়ে অভিনেতা কেন কোল্ড ড্রিঙ্কসের মতো অস্বাস্থ্য়কর জিনিসের প্রচার করছেন! নায়কের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন দর্শকের একাংশ। তবে এই বিষয়ে নায়ক যে খুবই বিরক্ত তা বোঝা গিয়েছে। নায়ক চুপ থাকেননি। ফোঁস করে উঠেছেন শাহরুখ।
সম্প্রতি এক সাক্ষাত্কারে শাহরুখ কটাক্ষের কড়া জবাব দিলেন। অভিনেতা বলেন, “যাঁরা মনে করছেন, কোল্ড ড্রিঙ্ক পান করা ভালে নয়, তাঁরা এটাকে নিষিদ্ধ করার আর্জি জানাক। সরকার এগুলো নিষিদ্ধ করুক। সবাই জানে সিগারেট খাওয়া ক্ষতিকর, সেটাও নিষিদ্ধ হোক। ভারতে কোল্ড ড্রিঙ্ক তৈরি করাই বন্ধ হয়ে যাক। তাহলেই তো সব সমস্যার সমাধান হয়ে যাবে!”
সেই সঙ্গে বাদশা আরও যোগ করেন। তিনি বলেন, “এগুলো নিষিদ্ধ হবে না, কারণ এগুলো বিক্রি হলে সরকারের ঘরে অর্থ আসে। সরকারে ঘরে যদি অর্থ আসে, তাহলে এক অভিনেতা হয়ে আমারও পারিশ্রমিক জুটছে। সেটাও তো বন্ধ হওয়া উচিত নয়।” উল্লেখ্য, ২০২৪ সালের জন্মদিনে ধূমপান ছাড়ার ঘোষণা করেন শাহরুখ। এক সময় তিনি দিনে ১০০টারও বেশি সিগারেট খেতেন। আর খাবার বলতে তাঁর মেনুতে থাকত ব্ল্যাক কফি এবং কবাব। ৫৯ বছরের জন্মদিনে সিগারেট ত্যাগ করার ঘোষণা করেন কিং খান। তবে এত বছরের অভ্যাস ছেড়ে দিতে প্রথমে একটু অস্বস্তিই হচ্ছে নায়কের।