নিখিলে বাহুডোরে সৌরসেনী, নতুন বছরে প্রেমের ইস্তেহার নায়িকার?

অনেক দিন ধরেই চলছে জল্পনা। শোনা যাচ্ছিল, সৌরসেনী মৈত্র এবং নিখিল জৈন প্রেম করছেন। তবে প্রকাশ্যে এ প্রসঙ্গে কোনও কথাই বলেননি তাঁরা। অভিনেত্রী নুসরত জাহানের সঙ্গে নিখিলের বিয়ে ভাঙার পর থেকে অনেক নায়িকার সঙ্গেই নাম জড়িয়েছে তাঁর।

নিখিলে বাহুডোরে সৌরসেনী, নতুন বছরে প্রেমের ইস্তেহার নায়িকার?
Follow Us:
| Edited By: | Updated on: Jan 02, 2025 | 7:05 PM

অনেক দিন ধরেই চলছে জল্পনা। শোনা যাচ্ছিল, সৌরসেনী মৈত্র এবং নিখিল জৈন প্রেম করছেন। তবে প্রকাশ্যে এ প্রসঙ্গে কোনও কথাই বলেননি তাঁরা। অভিনেত্রী নুসরত জাহানের সঙ্গে নিখিলের বিয়ে ভাঙার পর থেকে অনেক নায়িকার সঙ্গেই নাম জড়িয়েছে তাঁর। তবে বরাবরই মুখে কুলুপ এঁটে ছিলেন তিনি। কিন্তু ২০২৪ -এর শেষ দিনে একটি ছবি যেন সবকিছু স্পষ্ট করে দিল। বর্ষবরণের রাতে যুগলে পৌঁছে গিয়েছিলেন একটি পার্টিতে। সেই পার্টিরই একটি ছবি পোস্ট করেন নায়িকা।

দেখা যাচ্ছে একটি সিকুইন ড্রেস পরে নায়িকা। নিখিল একে বারে পার্টি মুডে। বর্ষবরণের রাতে নিখিলের বাহুলগ্না সৌরসেনী। নায়িকার রূপে বুঁদ শহরের ব্যবসায়ী। ঝলমলে অফ শোল্ডার পোশাকে নায়িকাকে দেখাচ্ছিলও খুব সুন্দরী। আর এই বিশেষ দিন উপলক্ষে নিখিল বেছে নিয়েছিলেন নীল রঙের ব্লেজার। নিজেদের ঘনিষ্ঠ ছবি পোস্ট করে সৌরসেনী লেখেন, “হ্যালো ২০২৫, তোমাকেও হ্যালো নিখিল।”

বহু দিন ধরেই ফিসফাস শাড়ি ব্যবসায়ী নিখিলের সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছেন নায়িকা। এক সময় শাড়ি বিপণির মুখ ছিলেন নায়িকা। তখনই সেই আলোচনা আরও জোড়াল হয়। কিন্তু তাঁরা কোনও দিনই এই সম্পর্ক নিয়ে মুখ খোলেননি। শোনা যায়, ২০২৩ সালে বারাণসীতে বিজ্ঞাপনী শুটিং করতে গিয়ে নাকি প্রেমের শুরু তাঁদের। তবে কোনও দিন এ বিষয়ে কোনও কথাই বলেননি তাঁরা। তবে নতুন বছরে তাঁদের ছবি দেখে অনেকেই ধরে নিয়েছেন সব জল্পনাই বুঝি সত্যি।