প্রাইভেট জেটে মুম্বই নিয়ে যাওয়া হল শাহরুখকে, ভাল আছেন তো?

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

May 24, 2024 | 1:44 PM

Shahrukh Health Update: কথা ছিল সব ঠিক থাকলে তাঁকে বৃহস্পতিবার রাতে কিংবা শুক্রবার সকালে ছেড়ে দেওয়া হবে হাসপাতাল থেকে। এরপরই সামনে আসে স্বস্তির খবর। তিনি ভাল আছেন। তাই হাসপাতাল থেকে তাঁকে ছেড়ে দেওয়া হয়।

প্রাইভেট জেটে মুম্বই নিয়ে যাওয়া হল শাহরুখকে, ভাল আছেন তো?

Follow Us

২১ মে আমেদাবাদে কেকেআর-এর ম্যাচ দেখতে গিয়ে আচমকাই অসুস্থ হয়ে পড়েন বলিউড সুপারস্টার শাহরুখ খান। প্রচণ্ড গরমে শরীরে জলের ঘাটতি তৈরি হয়। তারপরই হিটস্ট্রোক হয় শাহরুখ খানের। এখন কেমন আছেন কিং? দু’দিন ধরে তাঁর টিমের তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি বলে ভক্তরা আরও বেশি করে চিন্তায়। অবশেষে দিন দুয়েক পর শাহরুখের শারীরিক অবস্থা নিয়ে বড় আপডেট দিয়েছিলেন তাঁর ম্যানেজার পূজা দাদলানি। বহস্পতিবার দুপুরে এক্স হ্যান্ডেল (টুইটারে)-এ পূজা লেখেন, “মিস্টার খানের সকল ভক্তদের জানাচ্ছি, উনি এখন ভাল আছেন। সবার এত প্রার্থনা, দুয়া ও আশীর্বাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব ভাল থাকুন।” শাহরুখ অসুস্থ বোধ করার সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। ছুটে আসেন স্ত্রী গৌরী খান ও বন্ধু জুহি চাওলাও। তবে তিনি আগের থেকে ভাল আছেন, এটাই নিশ্চিন্ত।

কথা ছিল সব ঠিক থাকলে তাঁকে বৃহস্পতিবার রাতে কিংবা শুক্রবার সকালে ছেড়ে দেওয়া হবে হাসপাতাল থেকে। এরপরই সামনে আসে স্বস্তির খবর। তিনি ভাল আছেন। তাই হাসপাতাল থেকে তাঁকে ছেড়ে দেওয়া হয়। তাঁর ম্যানেজার পুজা দাদলানি, গৌরী খান, আব্রাম, আরিয়ান খান ও সুহানা খান শাহরুখ খানকে নিয়ে বিবান বন্দরে হাজির হন। প্রাইভেট জেটে করেই তাঁর মুম্বইতে নিয়ে আসা হয়। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পলকে ছড়িয়ে পড়ে। ঝড়ের গতিতে ভাইরাল হতে দেখা যায় তা। ভক্তদের মনে এই ছবি দেখা মাত্রই স্বস্তি ফেরে। ভাল আছেন কিং, তবে অনুমান করাই যায় যে বেশ কিছুদিন এখন তিনি বিশ্রামেই থাকবেন।

Next Article