২৫ জুন ১৯৯২ সালে মুক্তি পায় ‘দিওয়ানা’। শাহরুখ খান এই ছবিতে ছিলেন দ্বিতীয় নায়ক। হাফটাইমের পর তিনি ছবিতে আসেন। প্রথম ভাগে দিব্যা ভারতী এবং ঋষি কাপুর ছিলেন ছবি জুড়ে।
‘দিওয়ানা’ প্রথম মুক্তি পেলেও শাহরুখ খানের প্রথম ছবি হেমা মালিনী পরিচালিত ‘দিল আশনা হ্যায়’। দুটো ছবিতেই তাঁর নায়িকা ছিলেন দিব্যা ভারতী। সেই বছর দুইজনেই বেস্ট ডেবিউ অভিনেতা-অভিনেত্রীর পুরস্কার পান একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই ছবির জন্য।
জানেন কি, পরিচালক রাজ কানওয়ারের প্রথম পছন্দ ছিলেন না শাহরুখ। প্রথমে এই চরিত্রটিতে অভিনয় করেন আরমান কোহলি। তবে পরিচালকের সঙ্গে মতবিরোধ হওয়ায় তিনি ছেড়ে দেন ছবি। তারপর এই চরিত্রটি আসে শাহরুখের কাছে।
এই ছবি প্রত্যেকটি গান জনপ্রিয় হয়। শাহরুখ পর্দায় এন্ট্রি নেন ‘কোই না কোই’ গানের সঙ্গে বাইক চালিয়ে। সঙ্গীত পরিচালক নাদিম-শ্রাবণও এই ছবির জন্য বেস্ট সঙ্গীত পরিচালকের পুরস্কার পান একই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে।
শাহরুখ-দিব্যা জুটির দুটো ছবিই নায়িকা কেন্দ্রিক। তা সত্ত্বেও বলিউড বাদশা নিজের ছাপ ফেলেছিলেন ছবিতে। ১৯৯২ সালে দ্বিতীয় বক্স অফিস সফল ছবি ‘দিওয়ানা’ । প্রথম হিট ছিল অনিল কাপুর-মাধুরী দীক্ষিত অভিনীত ছবি ‘বেটা’।
আজ ৩০ বছর পূর্ণ হল ‘দিওয়ানা’। সেই বিশেষ দিনটিকে উদযাপন করতে শাহরুখ খানের আগামী ছবি পাঠান-এর মোশন পিকচার সোশ্যাল মিডিয়াতে ভাগ করা হয়। রক্তাক্ত মুখে বন্দুক হাতে দর্শকদের সামনে এলেন বাদশা। রোম্যান্টিক থেকে অ্যাকশন হিরো এবার তিনি।