বেশ কিছু বলিউড পরিবারে ক্রিসমাস সেলিব্রেশনের তোড়জোর শুরু হয়ে গিয়েছে। বাদ যায়নি ‘কাপুর’ ফ্যামিলিও। ‘কাপুর’ মানে শাহিদ কাপুর (shahid kapoor)। শাহিদের স্ত্রী মীরা (Mira Kapoor)ঢেলে সাজিয়েছেন তাঁর ঘরদোর। সাজসজ্জার এক ঝলকও দিয়ে ফেলেছেন তাঁর ইনস্টা স্টোরিতে। বড় ক্রিসমাস ট্রি, লাল বল, ছোটো সান্তা ক্লজ, স্টার্স দিয়ে সাজানো তাঁদের বাড়ি। উৎসবের মরশুমে মিরা একাই বাড়ি সাজানোর দায়িত্ব নিয়েছেন।
আরও পড়ুন হিরের কানের দুল হারিয়েছেন জুহি চাওলা, খুঁজে দিলে পাবেন পুরস্কার
কিছুদিন আগে তাঁর দুই সন্তান, মিশা এবং জাইন কাপুরের সঙ্গে তোলা বেশ কিছু মিষ্টি ছবি পোস্ট করেছিলেন মীরা। একটি ছিল পিকনিকে তোলা ছবি, আরেকটিতে দেখা যাচ্ছে দুটো ছায়ামূর্তি। তাতে যা বোঝা যাচ্ছে ছেলে জাইনকে এক হাতে ধরে আছেন মীরা, এবং ভাব এমন যে তিনি ফোনের নেটওয়ার্ক খুঁজছেন। ক্যাপশানে লেখেন, ‘নেটওয়ার্ক খুঁজছি, কিন্তু কানেকশন সবসময় আছে।’
একদিকে মীরা যখন ব্যস্ত তাঁর সন্তানেদের নিয়ে, অন্যদিকে শাহিদ তাঁর শুটিংয়ের যাবতীয় প্রতিশ্রুতি পূরণের চেষ্টায়। প্যান্ডেমিকের আগে তিনি তাঁর নতুন ছবি ‘জারসি’র কাজ শুরু করেছিলেন, তবে লকডাউনে তা বন্ধ হয়ে যায়।
সম্প্রতি স্পোর্টস ডার্মা ছবিটির শুটিং শুরু হয়েছে। একজন প্রাক্তন ক্রিকেটারের চরিত্রে করছেন শাহিদ কাপুর। এক তেলগু ছবির হিন্দি রিমেক ‘জারসি’। ছবির নাম বদল হয়নি এবং পরিচালকও। ‘জারসি’র পরিচালক গৌতম তিন্নানুরি। শাহিদ ছাড়া এ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ম্রুনাল ঠাকুর ও পঙ্কজ কাপুর।