হিরের কানের দুল হারিয়েছেন জুহি চাওলা, খুঁজে দিলে পাবেন পুরস্কার
“আমি এমন কিছু পোস্ট করি যা পড়বার সময় আপনাকে কোনও না কোনওভাবে কানেক্ট করবে। এমনটা নয় যে আমি কী খাবার খাচ্ছি বা আমি কী পোশাক পরে আছি, কিংবা আজ আমাকে সুন্দর লাগছে কি না, তা পোস্ট করছি।”
টুইটারে নেটিজেনের কাছে সাহায্যের আর্তি জানালেন জুহি চাওলা। (Juhi Chawla)
কেন?
রোববার রাতে সোশ্যাল মিডিয়ায় জানান যে তিনি হারিয়ে ফেলেছেন কানের দুল। গত ১৫ বছর ধরে তিনি কানে পরে এসেছেন সেই দুল। নেটিজেনের সাহায্য চেয়ে তিনি একটি পোস্টও করেন টুইটারে। ক্যাপশানে লেখেন ‘দয়া করে সাহায্য করুন’।
আরও পড়ুন আমিরের ছবির শুটিংয়ের জন্য ক’দিন সময় দিলেন সলমন-শাহরুখ?
জুহি লেখেন, ‘রোববার সকালে মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দরে টার্মিনাল-২-এর ৮ নম্বর গেটের দিকে যাওয়ার সময় ড্রাইভওয়েতে, প্রণাম বাগীর সিকিউরিটি চেকের কাছে কোথাও আমার একটি কানের দুল স্লিপ করে পড়ে যায়। যদি সেটা খুঁজে পেয়ে আমাকে দেন, আমি সত্যিই ধন্য হব। খুঁজে পেলে ওটাকে পুলিসের হাতে তুলে দেবেন, এবং এর জন্য আপনাকে আমি পুরস্কার দেব। কানের দুলের ম্যাচিং পিসের একটি ছবি দিলাম, পনোরো বছর ধরে আমি এটা পরে আসছি। দয়া করে আমাকে সাহায্য করুন। ধন্যবাদ।’
Kindly help ? pic.twitter.com/bNTNYIBaZ2
— Juhi Chawla (@iam_juhi) December 13, 2020
সোশ্যাল মিডিয়াতে জুহি চাওলা ভীষণ সক্রিয়। নিজের ফ্যানের সঙ্গে যোগাযোগ রাখতে তাঁর বেশ ভাললাগে। তিন সংবাদ মাধ্যমকে একবার বলেন, “আমি এমন কিছু পোস্ট করি যা পড়বার সময় আপনাকে কোনও না কোনওভাবে কানেক্ট করবে। এমনটা নয় যে আমি কী খাবার খাচ্ছি বা আমি কী পোশাক পরে আছি, কিংবা আজ আমাকে সুন্দর লাগছে কি না, তা পোস্ট করছি।”
জুহির পোস্টে ১৩,০০০ লাইকস ইতিমধ্যে পড়ে গিয়েছে। নেটিজেনদের কেউ লিখছেন “নিশ্চয়ই পেয়ে যাবেন।” কেউ লিখছেন, “বেস্ট অফ লাক।” তহে জুহি আপাতত কানের দুল ফিরে পাওয়ার কোনও খবরই জানাননি।