হঠাৎ কেন সবাইকে বেশি ভাবতে বারণ করছেন শিল্পা শেট্টি!
ছবিতে দেখা দেখা যাচ্ছে শিল্পা কোনও পাহাড়ি এলাকায়, পাথরে বসে ধ্যান করছেন।
দিন কয়েক আগে অভিনেত্রী শিল্পা শেট্টি সম্প্রতি নিজের উদ্বেগ প্রকাশ করে এবং এই করুম পরিস্থিতিতে প্রথম সারির যোদ্ধাদের ধন্যবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় এক ভিডিয়ো প্রকাশ করেন। সোমবার শিল্পা প্রেরণা জাগাতে এক লেখা সহযোগে নিজের নিজের ছবির শেয়ার করলেন শিল্পা। ‘লাইফ ইন এ মেট্রো’ অভিনত্রী ক্যাপশনে লেখেন, ‘বিশ্বাস এবং আশা, আমাদের এ সময়ে প্রয়োজন’।
ছবিতে দেখা দেখা যাচ্ছে শিল্পা কোনও পাহাড়ি এলাকায়, পাথরে বসে ধ্যান করছেন। ‘বেশি ভাবনা আপনার সুখ এবং আপনার মেজাজকে ধ্বংস করে দেবে। যতা খারাপ সবকিছু তার চেয়েও খারাপ এটা করে দেবে। গভীর নিঃশ্বাস নিন, শ্বাস ছাড়ুন এবং বিশ্বাস রাখুন, যা হবার, তা হবে। ’
View this post on Instagram
২৭ এপ্রিল পোস্ট করা এক ভিডিয়োর মাধ্যমে শিল্পা শেট্টি করোনা ভাইরাস এবং প্যান্ডেমিক অবস্থার মধ্যে দেশের স্বাস্থ্যসেবা পরিস্থিতি নিয়ে কথা বলেন। তিনি বলেন, ‘আমি ঠিক নেই এবং আমিও তা হতেও পারব না, আমরা কেউ নই। আমাদের চারপাশে যা ঘটছে তা থেকে এই অবর্ণনীয় এক ব্যথা অনুভব করছি। আমি শুধু ভাবছি যে কোনও সন্তানরা কীভাবে তাঁদের পিতা-মাতার মৃত্যু কিংবা পিতা-মাতার তাঁদের সন্তানের মৃত্যু কীভাবে সহ্য করতে পারে। বিশেষত, যখন তাঁদের অন্তিম মুহুর্তগুলোতেও তাঁদের প্রিয়জনকে দেখার অনুমতি দেওয়া হয় না, তাঁদের শেষকৃত্য সম্পন্নের অনুমতি দেওয়া হয় না এমন এক অবস্থায়।’
View this post on Instagram