Kangana Ranaut: অভিনেত্রী তথা সাংসদ কঙ্গনাকে ধর্ষণের হুমকি! ভিডিয়ো শেয়ার করে কী লিখলেন নায়িকা?

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Aug 29, 2024 | 7:52 PM

নারী সুরক্ষা নিয়ে ইদানীংকালে উঠছে আরও বেশি প্রশ্ন। ৯ অগস্ট আরজি কাণ্ড ঘটার পর আরও বেশি করে নারী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। কিছু দিন আগে সমাজমাধ্যমের পাতায় অভিনেত্রী মিমি চক্রবর্তীকে ধর্ষণের হুমকি দিয়েছিলেন মন্তব্য বাক্সে। এবার একই অভিযোগ অভিনেত্রী তথা মাণ্ডির বিজেপি সাংসদ কঙ্গনা রানাওতের। নায়িকা অভিযোগ তুললেন যে তাঁকে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে।

Kangana Ranaut:  অভিনেত্রী তথা সাংসদ কঙ্গনাকে ধর্ষণের হুমকি! ভিডিয়ো শেয়ার করে কী লিখলেন নায়িকা?

Follow Us

নারী সুরক্ষা নিয়ে ইদানীংকালে উঠছে আরও বেশি প্রশ্ন। ৯ অগস্ট আরজি কাণ্ড ঘটার পর আরও বেশি করে নারী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। কিছু দিন আগে সমাজমাধ্যমের পাতায় অভিনেত্রী মিমি চক্রবর্তীকে ধর্ষণের হুমকি দিয়েছিলেন মন্তব্য বাক্সে। এবার একই অভিযোগ অভিনেত্রী তথা মাণ্ডির বিজেপি সাংসদ কঙ্গনা রানাওতের। নায়িকা অভিযোগ তুললেন যে তাঁকে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে। সম্প্রতি পাঞ্জাবের প্রাক্তন সাংসদ তথা প্রবীণ নেতা সিমরঞ্জিত সিং মানের বক্তব্য ঘিরেই চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন নায়িকা। ওই প্রবীণ নেতা বলতে শোনা গিয়েছিল,”কঙ্গনার ধর্ষণের অনেক অভিজ্ঞতা রয়েছে।”

এই কথা শোনার পরেই বিরক্ত হয়ে যান কঙ্গনা। তিনি বলেন,”এটা তো ধর্ষণের হুমকি দেওয়ার মতোই কথা। সংবাদ সংস্থার সঙ্গে কথাপ্রসঙ্গে কঙ্গনা জানান, এভাবে শিল্পীদের কণ্ঠরোধ করার চেষ্টা চালানো হচ্ছে। একটা সিনেমাকে আটকানো হচ্ছে। আবার কেউ কেউ তো মনে হচ্ছে আমার কপালে বন্দুক ঠেকিয়ে রেখেছে। আজকাল আমাকে ধর্ষণের হুমকিও দেওয়া হচ্ছে। আমি বলে দিচ্ছি, এভাবে আমাকে থামানো যাবে না।”

 

নেতার একটি ভিডিয়ো ভাগ করে নিয়ে অভিনেত্রী নিজের এক্স হ্যান্ডেলে লেখেন,”এই দেশে ধর্ষণের ঘটনাকে তুচ্ছ করে দেখানোর বিষয়টা মনে হয় কোনওদিনই ঘুচবে না। আজ এই প্রবীণ রাজনীতিবিদ ধর্ষণের ঘটনাকে সাইকেল চালানোর সঙ্গে যখন তুলনা করছেন, তখন মেয়েদের সঙ্গে হওয়া নির্যাতনের নানা ঘটনা এদের কাছে মজা লোটা আর কিছুই নয়। এই পুরুষতান্ত্রিক দেশের মজ্জায় ঢুকে গিয়েছে এহেন মানসিকতা। একজন হাইপ্রোফাইল ফিল্মমেকার কিংবা রাজনীতিবিদ নারীকেও তাই উপহাস করতে আটকায় না এদের।”

Next Article