‘আচমকাই বাদ পড়েছি অনেক সিনেমা থেকে’, স্মৃতিতে ডুব দিতেই চোখ ছলছল শ্রদ্ধার

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Aug 31, 2024 | 11:55 AM

Bollywood: মায়ানগরীতে এখন শুধু শ্রদ্ধা কাপুরকে নিয়ে চর্চা। তাঁর অভিনয়ে মুগ্ধ দর্শক থেকে ইন্ডাস্ট্রির অন্দরের সবাই। সদ্য মুক্তি পেয়েছে 'স্ত্রী ২'। এই ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবিটিও দর্শকের মনে ধরেছিল। তাই এই ছবির অপেক্ষায় ছিলেন তাঁরা সবাই। শ্রদ্ধাও যে ছিলেন এই অপেক্ষাতে সে কথা তাঁর বিভিন্ন সাক্ষাৎকার দেখেই বোঝা গিয়েছে।

আচমকাই বাদ পড়েছি অনেক সিনেমা থেকে, স্মৃতিতে ডুব দিতেই চোখ ছলছল শ্রদ্ধার

Follow Us

মায়ানগরীতে এখন শুধু শ্রদ্ধা কাপুরকে নিয়ে চর্চা। তাঁর অভিনয়ে মুগ্ধ দর্শক থেকে ইন্ডাস্ট্রির অন্দরের সবাই। সদ্য মুক্তি পেয়েছে ‘স্ত্রী ২’। এই ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবিটিও দর্শকের মনে ধরেছিল। তাই এই ছবির অপেক্ষায় ছিলেন তাঁরা সবাই। শ্রদ্ধাও যে ছিলেন এই অপেক্ষাতে সে কথা তাঁর বিভিন্ন সাক্ষাৎকার দেখেই বোঝা গিয়েছে। যদিও তিনি এখন সাফল্যের চূড়ায়। তবে সব সময় যে নায়িকা আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন তেমনটা একেবারেই নয়।

বিশেষ লাইমলাইটেও যে তিনি থাকতে পছন্দ করেন তেমনটাও নয়। যদিও শ্রদ্ধার ঝুলিতে রয়েছে একগুচ্ছ হিট ছবি। কিন্তু বাকি নায়িকাদের মতো তাঁকে নিয়ে খুব বেশি আলোচনা হয় না। অভিনেত্রীর প্রথম ছবি ‘আশিকি ২’। বক্স অফিসে রীতিমতো হইচই ফেলে দিয়েছিল এই ছবি। তার পর বেশ কিছু দিন নায়িকার তেমন কোনও হিট ছবি দেখা যায়নি। অভিনেতা শক্তি কাপুরের মেয়ে হিসাবে যে তিনি খুব একটা সুযোগ সুবিধা পেয়েছেন তেমনটাও নয়।

নিজের স্ট্রাগলের গল্পই শোনালেন অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে পুরনো দিনে ফিরে গিয়েছিলেন নায়িকা। সেখানে তাঁকে তাঁর শুরুর দিনগুলো নিয়ে প্রশ্ন করা হয়। যতই তাঁর বাবা ইন্ডাস্ট্রির মানুষ হোক না কেন আর পাঁচ জন সাধারণের মতোই সমস্যার মুখোমুখি হতে হয়েছে তাঁকে। তবে সে জন্য কাউকে দোষ দিতে রাজি নন তিনি। শ্রদ্ধা বলেন,”আমায় অনেক ছবি থেকে বাদ দেওয়া হয়েছিল। এমনও হয়েছে যে জানি আমি অভিনয় করব। কথাবার্তা হয়ে গিয়েছে। দু দিন বাদে হয়তো শুটিং করতে যাব। কিন্তু আচমকাই খবর পেলাম আমায় বাদ দিয়ে দেওয়া হয়েছে সিনেমাটি থেকে। কী আর বলব। এগুলো নিয়ে আমি কোনও দিনই খুব বেশি ভাবিনি।” এ কথা বলতে বলতে রীতিমতো চোখ ছলছল করে ওঠে অভিনেত্রীর। তবে সমাজমাধ্যমের পাতায় এখনও পর্যন্ত শ্রদ্ধাকে নিয়ে কোনও নেতিবাচক মন্তব্য দেখা যায়নি।

Next Article