প্রতিবাদের ভাষা কঠোর থেকে আরও কঠোর হচ্ছে। এবার নিজের গানের শো পিছোলেন সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল। ‘অল হার্টস ট্যুর’ বলে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যেখানে দেশের বিভিন্ন শহরে ঘুরে ঘুরে কনসার্ট করবেন শ্রেয়া। কিন্তু ৯ অগস্ট আরজি কর হাসপাতালে ঘটে যাওয়া ভয়াবহ ঘটনাকে কেন্দ্র করে বড় পদক্ষেপ নিলেন গায়িকা। এত দিন শুধু শোনা যাচ্ছিল সিনেমার রিলিজ পিছিয়ে যাচ্ছে।
শহরের অভিনেতারা নিজেদের ছবির প্রিমিয়ার থেকে টিজার, ট্রেলার লঞ্চের যে কোনও অনুষ্ঠান বাতিল করেছিলেন। সকলেরই দাবি ছিল একটা যে তাঁরা ন্যায় বিচার চান। প্রায় ২০ দিন হয়ে গেল এখনও কোনও উত্তর পাওয়া যায়নি। কয়েক দিন আগে ঘটনার প্রতিবাদে পথে নেমেছিলেন সঙ্গীতশিল্পীরা। নিজের এক্স হ্যান্ডেলের মাধ্যমে একের পর এক বার্তা দিচ্ছিলেন গায়ক অরিজিৎ সিং। এবার চরম সিদ্ধান্ত নিলেন শ্রেয়া। বিবৃতি দিয়ে জানিয়ে দিলেন নিজের সিদ্ধান্তের কথা।
বিবৃতিতে শ্রেয়া লিখেছেন,”কয়েক দিন আগে শহরে যে ঘটনা ঘটে গিয়েছে তা আমার মনে ভয়ঙ্কর ভাবে প্রভাব ফেলেছে। একজন মহিলা হয়ে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। তাই ১৪ সেপ্টেম্বর আমার যে ট্যুরটি হওয়ার কথা ছিল সেটা আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি। আগামী কবে এই শো হবে সেই তারিখটা এখনই বলতে পারছি না। তবে আপাতত এই অনুষ্ঠানটি হবে না।” শ্রেয়া জানিয়েছেন অক্টোবরে কোনও একটা তারিখ ঠিক করা হবে। শ্রেয়ার এই সিদ্ধান্তে পাশে রয়েছেন তাঁর শ্রোতারা। তাই এই মুহূর্তে শ্রেয়ার কোনও অনুষ্ঠান হবে না শহরে। শুধু শ্রেয়া নন, এই ঘটনার প্রতিবাদে বিশেষ গান বেঁধেছেন অরিজিৎ এবং রূপম ইসলামও। এত প্রতিবাদ, এত বিতর্কের পর এই ঘটনার জল গড়াবে ঠিক কোন দিকে? সেই উত্তর সময়ই বলবে।