করোনা মুক্ত হলেন শ্রুতি, শেয়ার করলেন কোভিড রিপোর্ট
গত ৬ এপ্রিল নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন শ্রুতি।
অবশেষে কাটল ফাঁড়া। করোনা মুক্ত হলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি দাস। বুধবার তাঁর কোভিড রিপোর্ট নেগেটিভ এসেছে। অভিনেত্রী জানিয়েছেন আগামী সপ্তাহ থেকেই কাজে যোগ দেবেন তিনি। আবারও শুরু করবেন ‘দেশের মাটি’র শুটিং।
গত ৬ এপ্রিল নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন শ্রুতি। তিনি লিখেছিলেন, ““আমি কোভিড আক্রান্ত। গত ২ তারিখ থেকে ডাক্তারের পরামর্শমতো চিকিৎসা চলছে আমার। স্বাদ-গন্ধ পাচ্ছি না। শরীর দুর্বল।” একই সঙ্গে বিগত কয়েক দিন যে বা যারা শ্রুতির সংস্পর্শে এসেছেন তাঁদের প্রত্যেককে কোভিড পরীক্ষা করার পরামর্শ দিয়েছিলেন নায়িকা। অবশেষে কেটেছে সে ফাঁড়া। কোয়রান্টিন পিরিয়ডে বাড়িতে বসেই ছবি এঁকেছেন শ্রুতি। সেই ছবি পোস্টও করেছেন সোশ্যাল মিডিয়ায়।
View this post on Instagram
দিন কয়েক আগেই করোনায় আক্রান্ত হয়েছিলেন অভিনেতা ভরত কল, আক্রান্ত হয়েছিলেন তাঁর স্ত্রী জয়শ্রী মুখোপাধ্যায়ও। যদিও তাঁদের দু’জনেরই কোভিড পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে বলেই জানা গিয়েছে। শুধু ভরত কল অথবা জয়শ্রীই নন, করোনায় আক্রান্ত হয়েছিলেন ‘খড়কুটো’ খ্যাত অনুশ্রী দাসও। এর আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন ‘দেশের মাটি’ , ‘খড়কুটো’র প্রযোজক এবং চিত্রনাট্যকার লীনা গঙ্গোপাধ্যায়ও।
দেশজুড়ে করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী। টলিঊডের চেয়েও খারাপ অবস্থা বি-টাউনে। বলিউড যেন করোনার ‘আঁতুড়ঘর’। গত দেড় মাসে অক্ষয় কুমার থেকে আমির খান– করোনায় আক্রান্ত হয়েছেন তাবড় বলি সেলেবরা। তবে শ্রুতির সুস্থতায় আপাতত স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ভক্তরা।