অরিজিৎ সিংয়ের হাহাকার, জীবনে সব পেয়েও নিজের মাকে কোনও দিন…

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Nov 15, 2024 | 8:17 PM

Arijit Singh: 'আমি খারাপ ছেলে , সব সময় থাকব।'আচমকা কেন এমন পোস্ট করলেন অরিজিত্‍ সিং। আরজি কর কাণ্ডের পর অরিজিতের এক্স হ্যান্ডেল সম্পর্কে অবগত সবাই। গায়কের ভেরিফায়েড প্রোফাইল নয় বলে বিস্তর দ্বিধাও তৈরি হয়েছিল। অরিজিতের এক্স হ্যান্ডেলের প্রোফাইলের নাম 'আত্মজোয়ারজ্বালো- হুআমি'।

অরিজিৎ সিংয়ের হাহাকার, জীবনে সব পেয়েও নিজের মাকে কোনও দিন...

Follow Us

‘আমি খারাপ ছেলে , সব সময় থাকব।’আচমকা কেন এমন পোস্ট করলেন অরিজিত্‍ সিং। আরজি কর কাণ্ডের পর অরিজিতের এক্স হ্যান্ডেল সম্পর্কে অবগত সবাই। গায়কের ভেরিফায়েড প্রোফাইল নয় বলে বিস্তর দ্বিধাও তৈরি হয়েছিল। অরিজিতের এক্স হ্যান্ডেলের প্রোফাইলের নাম ‘আত্মজোয়ারজ্বালো- হুআমি’।

আরজি কর কাণ্ডের পর থেকে একের পর এক পোস্ট করেন গায়ক। সেই সঙ্গে কয়েকটা ভিডিয়োও পোস্ট করেছিলেন তিনি। তারপর মাঝে আবার কিছু দিনের জন্য ডিঅ্যাক্টিভেটও করে দেন তাঁর প্রোফাইল। আবারও কিছু দিন পরে ফেরেন তিনি। এই এক্স প্রোফাইলেই নিজের নানা কথা বলে থাকেন অরিজিত্‍। এই যেমন কয়েক দিন আগে গায়কের লেখায় বেরিয়ে এল জীবনের আক্ষেপের কথা। গোটা বিশ্বব্যাপী তাঁর নাম। অনুরাগীর সংখ্যা কম নেই তাঁর। তার পরেও গায়কের জীবনে এ কেমন আক্ষেপ?

গত ৬ নভেম্বর লম্বা পোস্ট করেন অরিজিত্‍। তিনি লেখেন, “আমি সব সময় খারাপ ছেলে ছিলাম। সব সময় থাকবও। আমার জন্য মা কখনও সুখ পায়নি। এটাই আমি, এটাই সত্যি। আমি মাকে ভালবাসতাম এটাও সত্যি। কিন্তু আমার ভুল থেকে আর কোনও শিক্ষা নিতে পারব না কারণ আমার মা আর পৃথিবীতে নেই। আমি চাই না কারও সমবেদনা চাই না। আমি খুব খারাপ ছেলে।” তিন বছর আগে করোনাকালে মাকে হারিয়েছিলেন গায়ক। কোভিডে আক্রান্ত হয়ে ঢাকুরিয়ারই একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল গায়কের মা-কে। শত চেষ্টা সত্ত্বেও ফিরিয়ে আনতে পারেননি মাকে তিনি। কিন্তু মায়ের মৃত্যুর তিন বছর পর কেন এমন অনুভূতি গায়কের? সেই উত্তর অধরা।

Next Article
Rachana Banerjee: আপনার বাড়িতে কেউ কার্তিক ফেলেছে? প্রশ্ন শুনেই খিলখিল করে হেসে রচনা বললেন…
‘রবিবার ঠিক সন্ধ্যায়…’, কোন ধামাকা করতে চলেছেন এবার আল্লু অর্জুন?