ইদের দিনই প্রকাশ্যে এসেছিল খবর। গাঁটছড়া ধারাবাহিক থেকে বিদায় নিচ্ছেন অভিনেত্রী শোলাঙ্কি রায়। খবর এক কথায় অনেকেই মেনে নিতে পারেননি। কারণ একটাই, এই ধারাবাহিকের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র হল খড়ি। যাঁকে কেন্দ্র করে পুরো গল্প গড়ে উঠেছে। সেই খড়িই ধারাবাহিক থেকে সরে যাচ্ছে, যা মেনে নিতে অনেকেরই অসুবিধে হয়। শোলাঙ্কি রায়ের ভক্তের সংখ্যা নেহাতই কম নয়। বড় পর্দা থেকে শুরু করে ছোটপর্দা, অভিনয়ের দাপটে রাজত্ব তাঁর ভক্তদের মনে। তবে কী এমন ঘটল, যার জন্য গাঁটছড়া থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী? না, টিআরপি কিংবা গল্পের জন্য নয়, এই সিদ্ধান্ত নিয়েছেন শোলাঙ্কি তাঁর শারীরিক অসুস্থতার জন্য। তবে না, কেবল গাঁটছড়া নয়। অভিনয় থেকেই বিরতি নিলেন তিনি। তবে এই বিরতি কয়েকমাসের মাত্র। সুস্থ হয়ে পর্দায় ফিরতে চান তিনি। অভিনয় ছাড়ার প্রশ্নই ওঠে না, একবাক্যে জানিয়ে দিলেন টলিডিভা।
TV9 বাংলার পক্ষ থেকে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে, শোলাঙ্কি বলেন, বেশ কয়েকদিন ধরে ভুগছিলাম, কমছিল শরীরের ওজনও। হিমোগ্লোবিন কমে গিয়েছিল। ডাক্তার পরামর্শ দিয়েছিলেন বিশ্রামের। তবে মেগা করে কতদিনই বা আর ছুটি নেওয়া যায়? অভিনেত্রী হিসেবেই বিবেক লাগে। চ্যানেলকে জানিয়েছিলাম। বিন্দুমাত্র আপত্তি জানাননি কেউ। সকলেই করেছিলেন সহযোগিতা। তবে একটা ট্র্যাক তো মেনে চলতে হয় সবাইকে। তাই জন্য কয়েকদিন সময় লেগে গেল। এখন আমি কয়েকদিনের জন্য বিশ্রামে থাকতে চাই। শরীরের যত্ন নিতে চাই। তবে সেটা দু-তিন মাসের বেশি নয়। অভিনয় ছাড়া আমার পক্ষে থাকা এক কথায় অসম্ভব। তাই শীঘ্রই ফিরছি। আপাতত শরীরের একটু বিশ্রাম প্রয়োজন।
ইদের দিন সকালেই এই প্রসঙ্গে একটি পোস্ট করেছিলেন অভিনেত্রী। তোলপাড় হয়েছিল নেটপাড়া। লিখেছিলেন ‘জীবনে কিছুই চিরস্থায়ী নয়, একমাত্র পরিবর্তন ছাড়া। এক বছরেরও বেশি সময়ের সফর শেষ হল! স্বপ্নের মতো লাগছে, একইসঙ্গে খারাপও লাগছে আবার আমি আনন্দিতও। এই সফরে কিছু দারুণ মানুষের সঙ্গে দেখা হয়েছে– কেউ পরিবার হয়ে ওঠেছে, কেউ বন্ধু। কেউ ছেড়ে গেছে আবার কেউ রয়ে গেছে। সবমিলিয়ে দুর্দান্ত একটা সফর। এবার এগিয়ে যাওয়ার সময়। আমি পুরোনোকে বিদায় জানিয়ে নতুনকে স্বাগত জানাতে প্রস্তুত’।
তবে টিভি ৯ মারফৎ অভিনেত্রী তাঁর ভক্তদের জানিয়ে দেন, উদ্বেগের কোনও কারণ নেই। শীঘ্রই পর্দায় ফিরবেন তিনি চেনা লুকে।