বিদেশে গেলে এটা করতেই হয় সোনাক্ষীর! নায়িকার ‘সিক্রেট’ শখ দেখে কিছুই বলতে পারেন না স্বামী জাহির
বিয়ের পর প্রায় দুবার বিদেশে গিয়ে হানিমুনও করে ফেলেছেন সোনাক্ষী সিনহা ও জাহির। সুখের সংসারও চলছে। ঠিক এরই মাঝে দাম্পত্য নিয়ে নতুন তথ্য সামনে আনলেন সোনাক্ষী। টুক করে ফাঁস করে দিলেন, তাঁর গোপন একটা শখের কথা। এমনকী, জানিয়ে দিলেন এই শখের কাজটি সোনাক্ষী ভারতে কখনই করতে পারেন না।

বহু বছর ধরে প্রেম করার পর ২০২৪ সালের ২৩ জুন বিয়ে করেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও অভিনেতা জাহির ইকবাল। বিয়ের পর প্রায় দুবার বিদেশে গিয়ে হানিমুনও করে ফেলেছেন সোনাক্ষী সিনহা ও জাহির। সুখের সংসারও চলছে। ঠিক এরই মাঝে দাম্পত্য নিয়ে নতুন তথ্য সামনে আনলেন সোনাক্ষী। টুক করে ফাঁস করে দিলেন, তাঁর গোপন একটা শখের কথা। এমনকী, জানিয়ে দিলেন এই শখের কাজটি সোনাক্ষী ভারতে কখনই করতে পারেন না। জাহিরকে নিয়ে বিদেশে ঘুরতে গেলেই সোনাক্ষী এটা করবেনই। জাহিরের কোনও কথাই নাকি শোনেন না সোনাক্ষী। স্বামীর সামনেই শুরু করে দেন।
কী সিক্রেট শখ রয়েছে সোনাক্ষী সিনহার?
কয়েকদিন আগে সাক্ষাৎকারে এই শখপূরণের কথা বলেছেন সোনাক্ষী সিনহা। সোনাক্ষীর কথায়, আসলে আমার শরীরে প্রচুর মেদ। বহুবার তা নিয়ে কটাক্ষের মুখেও পড়েছি। তাই আমি জানি ভারতের কোনও সুইমিং পুলে আমি সুইম স্যুট পরে যদি সাঁতার কাটি, তাহলে আমার ছবি ভাইরাল হবে। সোশাল মিডিয়া জুড়ে বিতর্ক শুরু হবে। তবে বিদেশে এসবের ভয় নেই। ওখানে আমি বিন্দাস।
সোনাক্ষী আরও বলেন, জাহিরকে অবশ্য আমার এই কাণ্ড সহ্য করতে হয়। কেননা, আমি সুইম স্যুট পরে একবার পুলে নামলে আর উঠতে চাই না। আর জাহির, চুপচাপ তা সহ্য করে যায়।
