করোনা-মুক্ত হলেন সোনু সুদ
করোনা-নেগেটিভের কথা সোনু সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী তাঁকে পাঞ্জাবের কোভিড টিকাকরণ প্রকল্পের ব্র্যান্ড অ্যাম্বাসাডার বানিয়েছেন।
বলি-পাড়ায় থাবা বসিয়েছে করেনা। একের পর এক তারকা করোনায় আক্রান্ত হচ্ছেন। দ্বিতীয় দফায় করোনার ঢেউ আছড়ে পড়েছে সারা দেশে। সদ্যই করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন বিখ্যাত সঙ্গীত পরিচালকদ্বয় নাদিম-শ্রাবণের শ্রাবণ। তবে এরই মাঝে সুখবর! সোনু সুদ করোনা-মুক্ত হলেন। শুক্রবার দুপুরেই তাঁর রিপোর্ট এসেছে। তিনি নেগেটিভ।
কয়েক দিন আগেই করোনায় আক্রান্ত হয়েছিলেন সোনু সুদ। সোশ্যাল মিডিয়ায় নিজেই সেই কথা তিনি জানিয়েছিলেন। কোনও গুরু-গম্ভীরভাবে নয়, বেশ মজা করেই নিজের কোভিড পজিটিভের কথা তিনি জানিয়েছিলেন। সোনু লিখেছিলেন, “কোভিড পজিটিভ, মুড এবং স্পিরিট সুপার পজিটিভ।” করোনা-নেগেটিভের কথাও সোনু সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন। মুখে একটি মাস্ক পরে নেগেটিভের সাইন দেখিয়ে তিনি তাঁর করোনা-মুক্তির কথা জানিয়েছেন।
View this post on Instagram
করোনা সোনুকে কাবু করতে পারেনি। তিনি নিজেই জানিয়েছিলেন বাড়িতে নিভৃতবাসী হয়ে আগের থেকে অনেক বেশি তিনি কাজ করেছেন। আক্রান্তদের বাঁচার মন্ত্র শিখিয়েছেন।তিনি বলেছেন, “আপনি কোভিড পজিটিভ হলে কেউ আর আপনাকে দেখবে না। তখন নিজেকেই নিজে দেখতে হবে। আর এটাই কোভিডের সব থেকে বড় ভয়াভহ পরিস্থিতি। কোভিড মানুষকে একা করে দিচ্ছে।” তাহলে বাঁচার উপায় কী? সোনু বাঁচার মন্ত্র শিখিয়েছেন। তিনি বলেছেন, “কোভিড হলে নিজেকেই নিজে বাঁচার প্রেরণা জোগাতে হবে। কিছুতেই ভেঙে পড়লে চলবে না।” এই প্রেরণা পাবেন কী করে? সেই উপায়ও বাতলেছেন সোনু। কী সেই উপায়? তিনি বলেছেন, “বাড়িতে থাকলেও কাজ করে যেতে হবে। এই কাজই সমস্ত টেনশন থেকে মুক্তি দেবে।”
আরও পড়ুন:এ তো সইফের নকল! বোন সাবা আলি খানের পোস্টে ভরে গেল নেটিজেনদের কমেন্টে
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী সোনুকে পাঞ্জাবের কোভিড টিকাকরণ প্রকল্পের ব্র্যান্ড অ্যাম্বাসাডার বানিয়েছেন। সোনুর দান-ধ্যানের কথা এখন সর্বজনবিদিত। আগের বছরের মত এবছরও তিনি বহু কোভিড আক্রান্তদের হাসপাতালের বিছানা এবং ইনজেকশনের ব্যবস্থা করে দিয়েছেন।