‘দোস্তানা ২’থেকে বাদ হয়ে যাওয়ার পর নীরবতা ভাঙলেন কার্তিক আরিয়ান, সোশ্যাল মিডিয়ায় কেন ‘সাহায্য’ চাইলেন তিনি?

‘দোস্তানা ২’থেকে বাদ হয়ে যাওয়ার পর একদম চুপ হয়ে গিয়েছিলেন কার্তিক আরিয়ান। কোনও মন্তব্য করা দূরে থাক, সোশ্যাল মিডিয়া থেকেও নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন।

‘দোস্তানা ২’থেকে বাদ হয়ে যাওয়ার পর নীরবতা ভাঙলেন কার্তিক আরিয়ান, সোশ্যাল মিডিয়ায় কেন ‘সাহায্য’ চাইলেন তিনি?
কার্তিক আরিয়ান
Follow Us:
| Updated on: Apr 23, 2021 | 4:48 PM

বলিউডে এখন একটাই চর্চার বিষয়। করণ জোহর ‘দোস্তানা ২’থেকে কেন কার্তিক আরিয়ানকে বাদ দিয়ে দিলেন? শোনা যাচ্ছে শুধু ‘দোস্তানা ২’ নয়, ধর্মা প্রোডাকশন বয়কট করেছে কার্তিককে। আর কোনও ছবিতেই তাঁকে নেওয়া হবে না। কিন্তু কী এমন ঘটল দু’জনের মধ্যে? করণ বা কার্তিক কেউই এই নিয়ে একটা কথাও বলেননি। মুখে কুলুপ এঁটেছেন। ধর্মা প্রোডাকশন সোশ্যাল মিডিয়ায় শুধু জানিয়েছে কাজের সূত্রেই তারা নীরব থাকছে।রিকাস্টিং করা হবে। খুব শীঘ্রই নতুন কাস্টিং তারা ঘোষণা করবে।

‘দোস্তানা ২’থেকে বাদ হয়ে যাওয়ার পর একদম চুপ হয়ে গিয়েছিলেন কার্তিক আরিয়ান। কোনও মন্তব্য করা দূরে থাক, সোশ্যাল মিডিয়া থেকেও নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন। এতদিনে নীরবতা ভাঙলেন তিনি। মুখ খুললেন কার্তিক। সাহায্যের জন্য অনুরোধ জানালেন। খুব কি ভেঙে পড়েছেন তিনি? কেন সাহায্য চাইলেন? কার্তিক নিজের জন্য সাহায্য চাননি। তাঁর এক বন্ধু প্রয়াগরাজে থাকে। সেই বন্ধুর তৎক্ষণাৎ একটা অ্যাম্বুলেন্সের প্রয়োজন। যদি তাঁকে কেউ সাহায্য করতে পারেন সেটাই অনুরোধ জানিয়েছেন কার্তিক। করোনা পরিস্থিতিতে অ্যাম্বনলেন্সের এখন বেশ অভাব। কার্তিক তাঁর বন্ধুর হয়ে সবার কাছে সাহায্য চেয়ে এইভাবে বন্ধুর পাশে থাকলেন।

কার্তিক ইনস্টাগ্রামেও মাস্ক-পরা একটা ছবি দিয়েছেন। বোঝাই যাচ্ছে আস্তে আস্তে তিনি মূলস্রোতে ফিরছেন। তবে ‘দোস্তানা ২’ নিয়ে একটা কথাও তিনি বলেননি। কার্তিকের বাদ পড়া নিয়ে ইন্ডাস্ট্রিতে নানা গুঞ্জন। শোনা যাচ্ছে করণ জোহরের সঙ্গে ছবির সৃজনশীলতা নিয়ে কার্তিকের নাকি মতবিরোধ তৈরি হয়েছিল। আবার কেউ বলছেন কার্তিক অন্য ছবির জন্য ডেটস দিলেও করণকে ঝুলিয়ে রাখছিলেন। সেটা মেনে নিতে পারেননি করণ। ছবি থেকে তাঁকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। ইন্ডাস্ট্রিতে জোর গুঞ্জন কার্তিকের বদলে তাহলে কে? রাজকুমার রাও, অক্ষয় কুমার অনেকের নামই শোনা যাচ্ছে। এখন কে করবে তা সময় বলবে।

আরও পড়ুন:কারও বেতন নেই তো কারও হাতে কাজ, কীভাবে নাচের স্টেপ তাঁদের মোটিভেট করবে?: অমিত সাধ