কাপুর পরিবারের অশান্তি! আলিয়াকে দেখে মুখ ঘুরিয়ে নিলেন শাশুড়ি নিতু?

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Dec 21, 2024 | 4:52 PM

এখন তিনি কাপুর পরিবারের বউমা। যদিও অভিনেত্রী হিসাবে এই কয়েক বছরে নিজের জমি শক্ত করেছেন নায়িকা। যত দিন যাচ্ছে নায়িকার অভিনয় আরও বেশি দর্শকের নজর কেড়েছে। তিনি হলেন অভিনেত্রী আলিয়া ভাট। তিনি এখন আলিয়া ভাট কাপুর ব্যবহার করেন। অভিনেতা রণবীর কাপুরকে ২০২২ সালে বিয়ে করেন নায়িকা।

কাপুর পরিবারের অশান্তি! আলিয়াকে দেখে মুখ ঘুরিয়ে নিলেন শাশুড়ি নিতু?

Follow Us

এখন তিনি কাপুর পরিবারের বউমা। যদিও অভিনেত্রী হিসাবে এই কয়েক বছরে নিজের জমি শক্ত করেছেন নায়িকা। যত দিন যাচ্ছে নায়িকার অভিনয় আরও বেশি দর্শকের নজর কেড়েছে। তিনি হলেন অভিনেত্রী আলিয়া ভাট। তিনি এখন আলিয়া ভাট কাপুর ব্যবহার করেন। অভিনেতা রণবীর কাপুরকে ২০২২ সালে বিয়ে করেন নায়িকা।

ঋষি কাপুর এবং নিতু কাপুরের পুত্রবধূ তিনি। দায়িত্ব অনেকটাই বেড়েছে। সম্প্রতি কাপুর পরিবার বিশাল বড় করে আয়োজন করে রাজ কাপুরের ১০০ বছরের জন্মদিন। পরিবারের প্রতিটি সদস্য ছাড়া সেই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন ইন্ডাস্ট্রির অনেকেই। সেখানেই একটি দৃশ্য চোখ এড়ায়নি পাপারাজ্জিদের। এমনিতে প্রতিটি ভিডিয়োয় দেখা যায় আলিয়া এবং তাঁর শ্বশুরবাড়ির সম্পর্ক খুব ভাল। পুত্রবধূ হিসাবে তাঁকে মাথায় তুলে রাখেন নিতু। কিন্তু এবার দেখা গেল এক অন্য ধরনের দৃশ্য।

 

রাজ কাপুরের ১০০ বছরের জন্মদিনে রেড কার্পেট দিয়ে হেঁটে আসছিলেন নিতু। দূর থেকে তাঁকে দেখতে পেয়েই এগিয়ে যান আলিয়া। ধরতে যান শাশুড়ির হাত। কিন্তু নিতু বউমা আলিয়াকে কোনও গুরুত্ব না দিয়ে হাত না ধরে এগিয়ে গেলেন। ব্যস সেই দৃশ্য দেখেই রেকর্ড করতে ভুললেনা আলোকচিত্রীরা। সেই ভিডিয়োই এখন ভাইরাল চারিদিকে। তাহলে কি এবার আলিয়া-নিতুর সম্পর্কে চির? এই প্রশ্নই উঠছে চারিদিকে। দর্শকের একাংশের মন্তব্য সেই মুহূর্তটা নাকি একেবারে সাময়িক। কোনও কারণে এগিয়ে গিয়েছিলেন নিতু। পরে অবশ্যে একসঙ্গে পারিবারিক ছবি তুলেছেন তাঁরা। কিন্তু সেই ভিডিয়ো দেখে অনেকেই মনে করেছেন কাপুর পরিবারের অন্দরে নিশ্চয়ই কোনও সমস্যা তৈরি হয়েছে। সত্যি যদিও অধরা।

Next Article
‘আমি মরেই…’, দেবের ছবি দেখতে এসে সিনেমহলের সামনে এ কী করলেন মহিলা ভক্ত?
‘ইন্ডিয়ান আইডল’-এর মঞ্চে ব্যর্থ, নেহার অতীত শুনলে চমকে যাবেন