অনন্ত অম্বানীর বিয়ের অনুষ্ঠান থেকেই নাকি তাঁদের বন্ধুত্বের শুরু। তাঁদের ক্রুজ পার্টিতেও দেদার হুল্লোড় করেছেন নাকি তাঁরা অন্দরের খবর এমনটাই কথা হচ্ছে অভিনেত্রী অনন্যা পাণ্ডে এবং তাঁর আলোচিত প্রেমিক প্রাক্তন মডেল ওয়াকার ব্ল্যাঙ্কোর। শোনা যাচ্ছে তাঁরা নাকি সম্পর্কে জড়িয়েছেন। তবে এ বিষয়ে প্রকাশ্যে এখনও তাঁরা কেউ বলেননি। কিছু দিন আগেও অদিত্য রায় কাপুর এবং অনন্যার সম্পর্ককে কেন্দ্র করে বিস্তর আলোচনা হয়েছিল।
তাঁদের একসঙ্গে ঘুরতে যাওয়ার ছবিও নিমেষে ভাইরাল হয়ে যায় নেটপাড়ায়। কিন্তু খুব বেশি দিন গড়ায়নি তাঁদের সম্পর্ক। কয়েক মাসের মাথায়ই নাকি ভাঙে তাঁদের প্রেম। তার পরেই নাকি অম্বানীদের বিয়ের অনুষ্ঠানে গিয়ে নিজের ভালবাসা খুঁজে পেয়েছেন নায়িকা। এমনটাই খবর চারিদিকে। অনন্যার ২৬ তম জন্মদিনে ফাঁস হল সেই কথাই। প্রকাশ্যে নাকি নিজের প্রেমের কথা স্বীকার করলেন প্রেমিক নিজেই। তাঁর ইনস্টাগ্রাম পোস্ট অন্তত সে কথাই বলে।
বিশেষ দিনে একের পর এক শুভেচ্ছা বার্তায় ভরে গিয়েছেন নায়িকা। ওয়াকারের তরফ থেকে এসেছে প্রেমে মোড়া শুভেচ্ছা। অনন্যার একটি মিষ্টি ছবি পোস্ট করে তিনি লেখেন, “শুভ জন্মদিন সুন্দরী! তুমি বড্ড স্পেশ্যাল! আই লাভ ইউ অ্যানি।” প্রেমের প্রথম পর্যায়েই কি খুল্লমখুল্লা এ ভাবে প্রেমের ইস্তেহার দেবেন নায়িকার প্রেমিক? তা নিয়ে অবশ্য অনেকেউ প্রশ্ন তুলেছেনর শোনা যাচ্ছে ক্রুজ পার্টিতেই তাঁদের মধ্য়ে বন্ধুত্বের শুরু। বর্তমানে তাঁরা নাকি পরস্পরকে চেনা-জানার চেষ্টা করছেন। যদিও অনন্যার তরফে এখনও কিছু স্পষ্ট করেননি তিনি।