মাত্র কয়েক মাস হল বিয়ে সেরেছেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা। দীর্ঘ দিনের প্রেমিক জাহির ইকবালকে বিয়ে করেছেন তিনি। নিজের বাড়িতে ঘরোয়া ভাবেই বিয়ে করেছিলেন তিনি। বান্দ্রার ওরলি থেকে আরব সাগরের সংযোগস্থলে বিলাসবহুল নায়িকার ফ্ল্যাট। জুন মাসে সেখানেই আইনি বিয়ে সেরেছিলেন নায়িকা। তাঁর বারান্দা থেকে আরব সাগরের সৌন্দর্য্য খুবই উপভোগ করার মতো। তাঁর বাড়ির অন্দরমহল অনুরাগীদের যে বেশ পছন্দ তা বোঝা গিয়েছিল সমাজমাধ্যমের পাতায়।
এবার এই বিলাসবহুল ফ্ল্যাটই বিক্রি করার সিদ্ধান্ত নিলেন নায়িকা। সম্প্রতি একটি বাড়ি কেনা বেচার সংস্থা একটি ভিডিয়ো পোস্ট করে সমাজমাধ্যমের পাতায়।সমুদ্রমুখী ২৪০০ বর্গফুটের দুই কামরার এই ফ্ল্যাটের বর্ণনা দেখতেই সবাই চিনে ফেলেন সোনাক্ষীর বাড়ি। তার পর থেকেই হইচই। অনেকেই মন্তব্য করেছেন,”সেকি বিয়ের পরেই বাড়ি বিক্রি করতে হচ্ছে সোনাক্ষীকে?” নায়িকার ফ্ল্যাটের বিক্রয়মূল্য হল ২৫ কোটি। চার বছর এই ফ্ল্যাটটি কিনেছিলেন সোনাক্ষী। কয়েক কোটি টাকা খরচ করে সাজিয়েছিলেন নিজের বাড়ি। এত খরচ করার পর কেন হঠাত্ বিক্রির সিদ্ধান্ত নিলেন তিনি?সেই প্রশ্নের উত্তর অবশ্য জানা যায়নি।
যদিও এই আবাসনে নায়িকার আরও একটি ফ্ল্যাট রয়েছে। যেটি তিনি কিনেছিলেন চলতি বছরের গোড়ার দিকে। প্রায় ১১ কোটি টাকা খরচ করেছিলেন তিনি। তাহলে কি সেই ফ্ল্যাটেই পাকাপাকি থাকবেন তিনি? সেই উত্তরও অধরা। উল্লেখ্য, কিছু দিন আগে রটেছিল যে তিনি নাকি সন্তানসম্ভবা। তবে সেই খবর তিনি নিজেই নস্যাত্ করে দেন। সোনাক্ষীকে প্রশ্ন করা হয়েছিল, বিয়ের পর জীবনে কী কী পরিবর্তন হয়েছে? উত্তরে নায়িকা যা বলেন তা শুনলে হাসি চাপতে পারবেন না আপনিও। খানিকটা শ্লেষ ও খানিকটা খেদ মিশিয়ে তিনি বলেন, “একটাই পরিবর্তন হয়েছে, এখন হাসপাতাল থেকে বের হলেই লোকের মনে হচ্ছে আমি প্রেগন্যান্ট।” তিনি যে মা হচ্ছেন না তা যেন কার্যত বুঝিয়েই দিয়েছেন সোনাক্ষী।