এবার বড় পর্দায় ডিম্পল কাপাডিয়ার নাতনি!কোন ছবিতে দেখা যাবে নওমিকাকে?

TV9 Bangla Digital | Edited By: উত্‍সা হাজরা

Jan 24, 2025 | 10:12 PM

২০০১ সালে বলিউডের জনপ্রিয় তারকা অক্ষয় কুমারকে বিয়ে করেন টুইঙ্কল খন্না। বিয়ের পরই তিনি অভিনয় থেকে বিদায় নেন। মন দেন সংসারে। টুইঙ্কল খান্না বলিউডে তার ক্যারিয়ার শুরু করেছিলেন বেশ ভালোভাবে, কিন্তু পরবর্তী সময়ে নিজের পরিবার ও ব্যক্তিগত জীবনকে প্রাধান্য দিয়েছেন।

এবার বড় পর্দায় ডিম্পল কাপাডিয়ার নাতনি!কোন ছবিতে দেখা যাবে নওমিকাকে?

Follow Us

২০০১ সালে বলিউডের জনপ্রিয় তারকা অক্ষয় কুমারকে বিয়ে করেন টুইঙ্কল খন্না। বিয়ের পরই তিনি অভিনয় থেকে বিদায় নেন। মন দেন সংসারে। টুইঙ্কল খান্না বলিউডে তার ক্যারিয়ার শুরু করেছিলেন বেশ ভালোভাবে, কিন্তু পরবর্তী সময়ে নিজের পরিবার ও ব্যক্তিগত জীবনকে প্রাধান্য দিয়েছেন। তাঁর ছোট বোন রিঙ্কি খান্নাও বলিউডে ক্যারিয়ার গড়ার চেষ্টা করেছিলেন, তবে তিনি দিদি টুইঙ্কলের মতো বড় তারকা হয়ে উঠতে পারেননি। রিঙ্কি খান্নার বলিউড যাত্রাও ছিল ব্যর্থ, এবং পরে তিনি বলিউড ছেড়ে বিয়ে করে বিদেশে সংসার পাতেন। ২০০৩ সালে তিনি সমীর শরণের সঙ্গে গাঁটছড়া বাঁধেন এবং তাঁদের একটি কন্যাসন্তানও রয়েছে, যার নাম নওমিকা সরণ।

নওমিকাকে মাঝেমধ্যেই তাঁর দিদিমা, বলিউডের প্রখ্যাত অভিনেত্রী ডিম্পল কাপাডিয়ার সঙ্গে দেখা যায়। সম্প্রতি, তাঁকে ‘স্কাই ফোর্স’-এর প্রিমিয়ারে ডিম্পলের সঙ্গে উপস্থিত থাকতে দেখা যায়। পাপারাজ্জিরা সেই বিশেষ মুহূর্তটি ক্যামেরাবন্দি করেন এবং সেই ছবি ও ভিডিও দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এর পর, নেটিজেনরা নওমিকার পরিচয় নিয়ে বেশ কৌতূহলী হয়ে উঠেন, কারণ অনেকেই তাঁকে চেনেন না। ডিম্পল কাপাডিয়ার সঙ্গে তাঁর উপস্থিতি দেখে অনেকেই ভাবতে শুরু করেন, হয়তো নওমিকা শীঘ্রই বলিউডে অভিষেক করতে চলেছেন। যদিও এখন পর্যন্ত এই বিষয়ে কোনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি, তবে নেটিজেনদের মধ্যে এই প্রশ্নের উত্তরের জন্য যথেষ্ট আগ্রহ সৃষ্টি হয়েছে।

এখনো পর্যন্ত নওমিকা বলিউডে কাজ করার বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেননি, তবে তাঁর জনপ্রিয় পরিবারের সঙ্গে সম্পর্কের কারণে অনেকেই মনে করছেন যে ভবিষ্যতে তিনি হয়তো চলচ্চিত্র জগতে প্রবেশ করবেন।

Next Article