বিয়ের ২ বছরের মাথায় মা হচ্ছেন কিয়ারা! অনুষ্কার স্টাইলেই ঘোষণা নায়িকার?

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Dec 27, 2024 | 10:20 AM

ক্রিসমাস ট্রি সাজানো রয়েছে পিছনে। আর সামনে স্বামী সিদ্ধার্থ মালহোত্রাকে জাপটে ধরে দাঁড়িয়ে রয়েছেন অভিনেত্রী কিয়ারা আডবাণী। পরনে পোলকা ডটসের একটি ড্রেস। ঠোঁটে লাল লিপস্টিক। এক বছর আগেও ঠিক এমনই পোজ়ে দেখা গিয়েছিল যুগলকে। কিন্তু সে বার তেমন আলোচনা হয়নি।

বিয়ের ২ বছরের মাথায় মা হচ্ছেন কিয়ারা! অনুষ্কার স্টাইলেই ঘোষণা নায়িকার?

Follow Us

ক্রিসমাস ট্রি সাজানো রয়েছে পিছনে। আর সামনে স্বামী সিদ্ধার্থ মালহোত্রাকে জাপটে ধরে দাঁড়িয়ে রয়েছেন অভিনেত্রী কিয়ারা আডবাণী। পরনে পোলকা ডটসের একটি ড্রেস। ঠোঁটে লাল লিপস্টিক। এক বছর আগেও ঠিক এমনই পোজ়ে দেখা গিয়েছিল যুগলকে। কিন্তু সে বার তেমন আলোচনা হয়নি।

 

তবে ২০২৪ -এ কিয়ারা এবং সিদ্ধার্থের আদুরে ছবি প্রকাশ্যে আসার পরেই শুরু নানা ধরনের আলোচনা। অনেকেই বলছেন তবে কি এবার সুখবর শোনাতে চলেছেন অভিনেত্রী? মা হওয়ার কথা কি খুব তাড়াতাড়িই ঘোষণা করবেন নায়িকা? এমন অনেক ধরনের প্রশ্নই উঁকি দিয়েছে অনুরাগীদের মনে। কিন্তু আচমকা এই ছবি দেখে কেন সকলের মনে হচ্ছে যে মা হতে চলেছেন কিয়ারা?

 

 

আসলে অভিনেত্রী অনুষ্কা শর্মার সঙ্গে তাঁর মিল খুঁজে পেয়েছেন অনেকেই। ২০২০ সালের শেষের দিকে এমনই পোলকা ডটসের ড্রেস পরে ভামিকা আসার সুখবর শুনিয়েছিলেন অনুষ্কা এবং বিরাট কোহলি। সেই একই রকম পোশাকে নায়িকাকে দেখে অনেকেই মনে করেছেন অনুষ্কাকেই হয়তো পথপ্রদর্শক হিসাবে বেছে নিয়েছেন কিয়ারা। তাই নিজেরে সন্তানসম্ভবা হওয়ার খবরও দেবেন ঠিক অনুষ্কার স্টাইলেই। তবে অভিনেত্রী অবশ্য এ সব কিছুই ঘোষণা করেননি। সবটাই অনুরাগীরা নিজেদের মনে ভেবে নিয়েছেন। এ প্রসঙ্গে কিয়ারা বা সিদ্ধার্থের কেউ কোনও মন্তব্য করেননি।

Next Article
মাত্র ১৭ বছরে পরিচালককে মুখের ওপর ‘না’ বলেছিলেন শুভশ্রী, কেন জানেন?
‘আমি ক্ষমাপ্রার্থী’, হাসপাতালের বিছানায় শুয়ে কেন ক্ষমা চাইলেন সাহেব?