মুখে একগাল দাড়ি, চোখে চশমা। হাতে চ্য়ানেল করা, সূচ ফোটানো। কিন্তু অভিনেতার মুখে লেগে অমলিন হাসি। কথা হচ্ছে অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়ের। ২৭ ডিসেম্বর অভিনেতার জন্মদিন। কিন্তু বছর শেষের সময়টা মোটেই ভাল গেল না তাঁর। জন্মদিনের আগেই ভর্তি হতে হল হাসপাতালে। নার্সিংহোমের বিছানায় শুয়ে ছবি পোস্ট করে নিজের অসুস্থতার কথা জানালেন অভিনেতা। সেই সঙ্গে হাসপাতালের বিছানায় শুয়েই ক্ষমা চেয়ে নিলেন। অনেকেই ভাববেন কেন অসুস্থতার মধ্যেও তিনি ক্ষমা চাইছেন? সেই সঙ্গে অবশ্য বিশেষ দিনটা পরিবারের সঙ্গে কাটাতে না পারার আক্ষেপও করেছেন অভিনেতা।
হাসপাতাল থেকে নিজের ছবি পোস্ট করে সাহেব লেখেন, “বন্ধুরা শারীরিক অসুস্থতার কারণে ২৫ ডিসেম্বর আমাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। তাই ২৬ ও ২৮ তারিখ আমার যে শো করার কথা ছিল তা আর করা হল না। সেই কারণে অনুষ্ঠানের আয়োজক এবং দর্শকের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি।
আশা করি, সকলে আমার অবস্থা বুঝতে পারবেন। এছড়াও যাঁরা আমায় জন্মদিনের শুভেচ্ছা বার্তা জানাতে ফোন করেছিলেন, হাসপাতালে থাকার কারণে আমি কারওর সঙ্গে কথা বলতে পারছি না। তবে মন থেকে তাঁদের সকলকে ধন্যবাদ জানাই।” সাধারণত প্রত্যেকেই তাঁদের জন্মদিনটা পরিবারের সঙ্গে কাটাতে চান। কিন্তু এ বছর সাহেবের ক্ষেত্রে তেমনটা হল না। সেই আক্ষেপও করেছেন তিনি। অভিনেতা লেখেন, “আমার ৪৮ তম জন্মদিন এটা। এই প্রথম এ দিনে আমি মায়ের থেকে দূরে। মা, স্ত্রী এবং বাচ্চাদের খুব মিস করছি। তবে যাঁরা যাঁরা আমায় জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।” উল্লেখ্য, ঠিক কী কারণে হাসপাতালে ভর্তি অভিনেতা? তা অবশ্য জানা যায়নি।