ঘুচল দুরত্ব! বন্ধুত্ব হল মিমি-শুভশ্রীর? নিমেষে ভাইরাল ছবি
তাঁদের সম্পর্ক যে অনেকটাই স্বাভাবিক হয়েছে সেই আভাস আগেই পাওয়া গিয়েছিল। নায়িকার ছেলে-মেয়ের জন্য বিশেষ উপহার পাঠিয়েছিলেন তিনি। সেই ছবি ইনস্টাগ্রাম স্টোরিতেও দেখা গিয়েছিল। শোনা গিয়েছিল ব্যক্তিগত কোনও সমীকরণের জন্যই নাকি দুই নায়িকার সম্পর্ক ঠিক নেই।
তাঁদের সম্পর্ক যে অনেকটাই স্বাভাবিক হয়েছে সেই আভাস আগেই পাওয়া গিয়েছিল। নায়িকার ছেলে-মেয়ের জন্য বিশেষ উপহার পাঠিয়েছিলেন তিনি। সেই ছবি ইনস্টাগ্রাম স্টোরিতেও দেখা গিয়েছিল। শোনা গিয়েছিল ব্যক্তিগত কোনও সমীকরণের জন্যই নাকি দুই নায়িকার সম্পর্ক ঠিক নেই। তবে সে সবই যে অতীত ২০২৪-এর শেষ পর্বে এসে তা বুঝিয়ে দিলেন টলিপাড়ার দুই সুন্দরী। কথা হচ্ছে মিমি চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্য়ায়। বাংলা বানিজ্যিক ছবির অন্যতম দুই গুরুত্বপূর্ণ মুখ।
তাঁদের ঝুলিতেও রয়েছে একগুচ্ছ হিট ছবি। আর এক দিন বাদেই মুক্তি পাবে রাজ চক্রবর্তী পরিচালিত ‘সন্তান’ ছবিটি। যেখানে দেখা যাবে মিঠুন চক্রবর্তী, অনসূয়া মজুমদার, ঋত্বিক চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং অহনা দত্তকে। ছবির স্পেশ্যাল স্ক্রিনিং ইতিমধ্যেই হয়ে গিয়েছে। ছবির প্রযোজক মহেন্দ্র সোনি তাই বড় একটা পার্টির আয়োজন করেছিলেন। সেই পার্টিতেই দুই সুন্দরীকে একসঙ্গে দেখা গেল।
শোনা যায়, পরিচালক রাজ চক্রবর্তীর কারণেই নাকি এক কালে দুই অভিনেত্রীর দুরত্ব তৈরি হয়েছিল। তবে এ প্রসঙ্গে প্রকাশ্যে তাঁরা কেউই কখনও কথা বলেননি। তবে রাজ-শুভশ্রীর প্রথম সন্তান ইউভানের জন্মের পর বিশেষ উপহার পাঠিয়েছিলেন মিমি। তখন অনেকেই বলেছিলেন তবে কি ইউভানই ফের কাছাকাছি আনল তাঁদেরকে? যদিও সেই উত্তর পাওয়া কঠিন। তবে বর্তমান ছবি বলছে দুই নায়িকাই এ দিন চুটিয়ে পার্টি করেছেন। দু’জনের পরনেই ছিল কালো ড্রেস। একসঙ্গে পোজ় দিয়ে ছবিও তুলেছেন। যে ছবি প্রকাশ্যে আসার পর সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়েছে নেটপাড়ায়। তাঁদের দুজনকে একসঙ্গে বড় পর্দায় দেখা না গেলেও একফ্রেমে দেখেই খুশি অনুরাগীরা। আগামী দিনে কি বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে মিমি এবং শুভশ্রীকে? তা বলবে সময়।