হাসপাতালে মৃত্যু রোগীর, পরিবারের লোকজন ফেটে পড়লেন ক্ষোভে
Arambag: আরামবাগ ২ নম্বর ওয়ার্ডের কল্পনা তাঁতিকে আরামবাগ মেডিকেল কলেজে ভর্তি করেছিল তাঁর বাড়ির লোক। বুধবার সন্ধেয় চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় কল্পনা দেবীর। ওই রোগীর ঠাণ্ডা লেগে গলার সমস্যা হয়েছিল। পরিবারের সদস্য়দের অভিযোগ, বুধবার সন্ধে পর্যন্ত একবার ডাক্তারবাবু দেখেছিলেন। কিন্তু আর কেউ আসেননি।
আরামবাগ: রোগী মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভ হুগলির আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন গর্ভমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে। চিকিৎসা পরিষেবা পাওয়া যায় না তাই আশঙ্কাজনক রোগীদের অন্যত্র নিয়ে চলে যাচ্ছেন রোগীর আত্মীয়রা।
আরামবাগ ২ নম্বর ওয়ার্ডের কল্পনা তাঁতিকে আরামবাগ মেডিকেল কলেজে ভর্তি করেছিল তাঁর বাড়ির লোক। বুধবার সন্ধেয় চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় কল্পনা দেবীর। ওই রোগীর ঠাণ্ডা লেগে গলার সমস্যা হয়েছিল। পরিবারের সদস্য়দের অভিযোগ, বুধবার সন্ধে পর্যন্ত একবার ডাক্তারবাবু দেখেছিলেন। কিন্তু আর কেউ আসেননি। রোগীর অবস্থার অবনতি হলে বারবার কর্তব্যরত নার্সদের জানানো হলেও তারা কোনও কর্ণপাত করেননি। উল্টে ধমক দেন রোগীর বাড়ির লোককে এমনটাই অভিযোগ। মৃতের পরিবারের দাবি, তাঁরা রোগীকে অন্যত্র নিয়ে যেতে চাইলে, রোগীকে ছাড়া হয়নি বলেও অভিযোগ। রোগীর পরিবারের এক সদস্য বলেন, “এতবার করে বললাম তবু ডাক্তার এল না। অন্য ওয়ার্ডে চলে গেল রোগী দেখতে। যখন এখানে এসেছে তখন রোগী মারা গেল।”
তবে শুধু মৃতের পরিবার নয়। এই হাসপাতালে চিকিৎসা করতে আসা বাকি রোগীর পরিবারের লোকজন বলেন, এখানকার কর্তব্যরত নার্স ওয়ার্ড বয় ওয়ার্ড গার্ল রয়েছেন। তাঁদের ব্যবহার অত্যন্ত খারাপ। চিকিৎসকরা ভাল করে কোনও চিকিৎসা করেন না। শুধুমাত্র আসেন। দূর থেকে রোগীকে দেখে চলে যান।