২০২৫ সালের শুরুতেই দারুণ চমক। আসতে চলেছে ‘স্ত্রী ৩’। ২০২৪ সালের অগস্টে মুক্তি পেয়েছিল ‘স্ত্রী’-এর সিক্যুয়েল। ছবি মুক্তির অল্প সময়ের মধ্যেই ৫০ কোটি টাকার ছবি বক্সঅফিসে লাভ করেছিল ৫০০ কোটি টাকা। এবার আসতে চলেছে সেই ফ্র্যাঞ্চাইজির নতুন কাহিনি। ২০২৫ সালের দ্বিতীয় দিনেই নতুন ঘোষণা করে সবাইকে রীতিমতো চমকে দিলেন নির্মাতারা। শ্রদ্ধা কাপুর, রাজকুমার রাও অভিনীত এই সিনেমায় এবার কোন ভূত ভয় দেখাবে দর্শককে। ‘স্ত্রী ২’ ছবিতে অক্ষয় কুমারকে যে অবতারে দেখা গিয়েছিল তৃতীয় কাহিনিতেও কি তাঁকে সে ভাবে দেখা যাবে সেই প্রশ্নই সকলের মনে।
নির্মাতাদের ঘোষণা অনুযায়ী, ২০২৭ সালের ১৩ আগস্ট মুক্তি পাবে এই এই শ্রদ্ধা-রাজকুমারের ছবি। তবে এবারও পরিচালকের আসনে অমর কৌশিকই থাকছেন কিনা? সেই উত্তর এখনও অধরা। তবে শুধু ‘স্ত্রী ৩’ নয়, দীনেশ বিজনের ম্যাডক ফিল্মস-এর তরফে ২ জানুয়ারি আরও একগুচ্ছ সিনেমার ঘোষণা করা হয়েছে। সেই তালিকায় বরুণ ধাওয়ানের ‘ভেড়িয়া ২’ ছবিও রয়েছে। উল্লেখ্য, ‘স্ত্রী ২’ ছবিতে ‘ভেড়িয়া’-কে যুক্ত করে ভুতূড়ে ব্রহ্মাণ্ড তৈরি করা চেষ্টা করেছিল। সেই ছোঁয়া সিক্যুয়েলেও থাকবে কিনা তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। সেই সঙ্গে প্রযোজনা সংস্থার তরফে সমস্ত হরর কমেডি ঘরানার ছবিও ঘোষণা করা হয়েছে। ২০২৭ সালের আগস্টে ‘স্ত্রী ৩’র পাশাপাশি ২৪ ডিসেম্বর মুক্তি পাবে ‘মুঞ্জিয়া’র সিক্যুয়েল ‘মহা মুঞ্জিয়া’। আর ২০২৮ সালেও দু দুটো রিলিজ রয়েছে প্রযোজক দীনেশ বিজনের তরফে।