ভয় পাচ্ছেন শাহরুখ! তাই কি হুডির ভিতরে নিজেকে আড়াল করেই বাড়ি ফিরলেন বাদশা?

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Jan 03, 2025 | 12:16 PM

কালো হুডিতে মুখ ঢাকা। হাতে পোষ্য। ২০২৪ সালের শেষে এমনই একটা ছবি দেখা গিয়েছিল মুম্বই বিমানবন্দরে। জামনগরে নতুন বছরের উদযাপনে গিয়েছিলেন শাহরুখ খান। তাঁকে দেখা গেলেও। তাঁর মুখ দেখা যাযনি। শুক্রবারও সেই একই দৃশ্য ফ্রেমবন্দি হল।

ভয় পাচ্ছেন শাহরুখ! তাই কি হুডির ভিতরে নিজেকে আড়াল করেই বাড়ি ফিরলেন বাদশা?

Follow Us

কালো হুডিতে মুখ ঢাকা। হাতে পোষ্য। ২০২৪ সালের শেষে এমনই একটা ছবি দেখা গিয়েছিল মুম্বই বিমানবন্দরে। জামনগরে নতুন বছরের উদযাপনে গিয়েছিলেন শাহরুখ খান। তাঁকে দেখা গেলেও। তাঁর মুখ দেখা যাযনি। শুক্রবারও সেই একই দৃশ্য ফ্রেমবন্দি হল। ভোররাতে মুম্বই ফিরলেন বাদশা। পরনে সেই কালো রঙের ঢিলে জোব্বা এবং হুডি। তাঁকে দেখেই পাপারাজ্জিদের ক্যামেরা তাক করে। কিন্তু তাঁকে দেখতে পাওয়া তো দূর হাত নেড়ে নতুন বছরের শুভেচ্ছা পর্যন্ত জানালেন না কিং খান।

সেই দৃশ্য দেখেই শুরু হয়েছে নানা জল্পনা। সঙ্গে ছিলেন নায়কের স্ত্রী গৌরী খান এবং ছোট ছেলে আব্রাম খান। অম্বানিদের জামনগরের ভান্তারাতেই বর্ষবরণের রাত কাটিয়েছেন তাঁরা। কিন্তু তাও ফাঁকে তালে ঠিক বাদশাকে ফ্রেমবন্দি করে পাপারাজ্জির ক্যামেরা। নায়ককে দেখেই তাঁর নিরাপত্তার জন্য বিমানবন্দরের ম্যানেজাররা ছাতা দিয়ে আড়াল করেন তাঁকে। কিন্তু সকলের মনে একটাই প্রশ্ন কেন নিজেকে আড়ালে রাখতে চাইছেন কিং খান?

অনেকের ধারণা নভেম্বরে যেহেতু তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল তাই প্রাণ বাঁচাতেই নিজেকে লাইমলাইট থেকে দূরে রাখতে চাইছেন বাদশা। সে সময় শোনা গিয়েছিল সলমন খান এবং শাহরুখের গতিবিধি নজর রাখছে কেউ কেউ। দুই খানের কেউই চলতি বছরে তাঁদের জন্মদিনে বাংলোর বারান্দায় এসে ভক্তদের উদ্দেশে হাত নাড়েননি। তবে শুধুই কি নিরাপত্তার জন্য নিজেকে আড়ালে রাখছেন নায়ক? নাকি আসন্ন ছবির জন্য নিজেকে অন্য ভাবে তৈরি করছেন তিনি। এই বছরেই আসতে চলেছে তাঁর নতুন ছবি ‘কিং’। নতুন ছবিতে কি অন্য লুকে দেখা যাবে তাঁকে?সেই প্রশ্নও উঠছে।

Next Article