‘বিয়ের আগেই বদলে গেলি’! কেন কাঁদছেন শ্রীময়ী চট্টরাজের মা?
Kanchan-Sreemoyee: গত ১৪ ফেব্রুয়ারি কাঞ্চন মল্লিককে বিয়ে করেছেন শ্রীময়ী। এর আগে টিভিনাইন বাংলাকে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, পুরো ব্যাপারটাই তাঁর কাছে ধোঁয়াশা ছিল।

আইনি বিয়ে হয়ে গিয়েছে শ্রীময়ী চট্টরাজের। পাত্র অভিনেতা-বিধায়ক কাঞ্চন মল্লিক, এ খবর সকলেরই জানা। সামাজিক বিয়ে এখনও বাকি, কিন্তু তার আগেই বদলে গেলেন শ্রীময়ী! যা দেখে চোখে জল অভিনেত্রীর মায়ের। কিন্তু কেন? কী এমন করেছেন তিনি, যা দেখে অভিনেত্রীর মায়ের চোখে জল? ভিডিয়ো শেয়ার করেছেন শ্রীময়ী নিজেই। এক নামজাদা কফিশপে মা’কে নিয়ে ‘ডেট’-এ গিয়েছিলেন তিনি। সেখানেই মা’র সামনেই তাঁকে বলতে শোনা যায়, “এই যে আমার মা, খুব কাঁদছে, বলছে, বিয়ের আগেই তুই বদলে গেলি। তাই মা’কে নিয়ে এসেছি। বাবার জন্যও খাবার নিয়ে যাচ্ছি।” এখানেই থামেননি তিনি, তাঁকে বলতে শোনা গেল, “বরের সঙ্গে তো আর প্রেম করা হল না, তাই মায়ের সঙ্গেই ডেটে এসেছি।” মেয়ের বিয়ে মায়ের মন খারাপ, আর সেই মন খারাপ খানিক ভাল করতেই মা’কে নিয়ে বেড়াতে এলেন তিনি। মায়ের কান্না কি খানিক কমল? প্রশ্ন তাঁর ভক্তদের।
গত ১৪ ফেব্রুয়ারি কাঞ্চন মল্লিককে বিয়ে করেছেন শ্রীময়ী। এর আগে টিভিনাইন বাংলাকে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, পুরো ব্যাপারটাই তাঁর কাছে ধোঁয়াশা ছিল। কিছুই জানতেন না তিনি। কাঞ্চন নিজেই প্ল্যান করেছিলেন। আপাতত ওঁরা তাকিয়ে আছেন ৬ ফেব্রুয়ারির দিকে। ওই দিনই পরিবারের প্রিয়জনদের নিয়ে হবে সামাজিক বিয়ে। ইন্ডাস্ট্রি থেকে হাজির থাকবেন হাতে গোণা কয়েকজন।
View this post on Instagram
