জন্মের ৬ দিনের মাথায় মেয়ের ছবি প্রকাশ্যে আনলেন কাঞ্চন-শ্রীময়ী! কেমন দেখতে হল খুদেকে?

Sreemoyee-Kanchan: ২ নভেম্বর রাতে মেয়ের জন্ম দিয়েছেন অভিনত্রী শ্রীময়ী চট্টরাজ। বাবা হয়েছেন অভিনেতা তথা তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক। এদিন আবার শাহরুখ খানেরও জন্মদিন ছিল। সেই মিল অনেকেই খুঁজে বার করেছেন। মেয়ে হওয়ার আগের মুহূর্ত পর্যন্ত কেউ ঘুণাক্ষরেও টের পায়নি যে মল্লিক বাড়িতে আসতে চলেছে নতুন অতিথি।

জন্মের ৬ দিনের মাথায় মেয়ের ছবি প্রকাশ্যে আনলেন কাঞ্চন-শ্রীময়ী! কেমন দেখতে হল খুদেকে?
Follow Us:
| Edited By: | Updated on: Nov 06, 2024 | 4:56 PM

২ নভেম্বর রাতে মেয়ের জন্ম দিয়েছেন অভিনত্রী শ্রীময়ী চট্টরাজ। বাবা হয়েছেন অভিনেতা তথা তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক। এদিন আবার শাহরুখ খানেরও জন্মদিন ছিল। সেই মিল অনেকেই খুঁজে বার করেছেন। মেয়ে হওয়ার আগের মুহূর্ত পর্যন্ত কেউ ঘুণাক্ষরেও টের পায়নি যে মল্লিক বাড়িতে আসতে চলেছে নতুন অতিথি। কাঞ্চনের পোস্ট রীতিমতো চমকে দিয়েছিল সবাইকে। নেটপাড়ার একাংশ আবার প্রশ্নও তুলেছিলেন যে বিয়ের ৮ মাস কাটতে না কাটতেই সন্তান চলে এল?

তবে একাংশ খুদের এক ঝলক দেখা পাওয়ার অপেক্ষায় আছেন। মেয়ে হওয়ার পরেই নিজের আনন্দ সকলের সঙ্গে ভাগ করে নেন কাঞ্চন। অবশেষে খুদের ছবি প্রকাশ্য়ে আনলেন শ্রীময়ী। এক ঝলক দেখা গেল কৃষভিকে। এখনও পর্যন্ত হাসপাতালেই রয়েছেন শ্রীময়ী। সম্ভবত এই সপ্তাহের শেষেই ছাড়া পেয়ে যাবেন তিনি।

তবে এখনও পর্যন্ত মেয়েকে প্রকাশ্য়ে আনেননি কাঞ্চন-শ্রীময়ী। শুধুমাত্র তার ছোট্ট ছোট্ট আঙুলের ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেন তিনি। সেই ছবিতে একটি গানও শুনতে পাওয়া যায়। যার বাংলা মানে দাঁড়ায়, খুদেই হল তাঁর গোটা পৃথিবী। এই ছবি পোস্ট নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন কাঞ্চনও। তবে খুদের মুখ দেখতে না পেয়ে মন খারাপ হয়েছে অনেকের। তাঁরাও কি তবে বলিতারকাদের পথেই হাঁটবেন? সেটা অবশ্য এখনই বলা যাচ্ছে না। আপাতত কাঞ্চন-শ্রীময়ীর রাজকন্যাকে দেখার অপেক্ষায় অনুরাগীরা।