শ্রীময়ীর ঠোঁটে ঠোঁট রাখলেন কাঞ্চন, উষ্ণ চুমুর সাক্ষী রইল কে?
শীতের মরসুমে শুরুতেই সোশাল মিডিয়ায় রীতিমতো আগুন ছড়ালেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী। আগুন ছড়াল সোশাল মিডিয়ায় পোস্ট হওয়া দুটো ছবিতেই। যেখানে দেখা গিয়েছে, কাচের জানলার প্রতিফলনে, রাতের কলকাতার স্কাই লাইনকে সাক্ষী রেখে, শ্রীময়ী-কাঞ্চন ভালবাসায় দিলেন ডুব।

”…ঠোঁটে ঠোঁট রেখে ব্যারিকেড করো প্রেমের পদ্যটাই, বিদ্রোহ আর চুমুর দিব্যি শুধু তোমাকেই চাই…” নাহ তাঁদের চুমু বা প্রেমে কোনও ব্যারিকেড নেই। তাঁদের প্রেম খোলা আকাশের মতো। আর সেই প্রেমের নেশা ঠিক যেন বোতল বন্দি পুরনো ওয়াইন। কারণ, যত দিন যাচ্ছে, ততই যেন গাঢ় হচ্ছে। বাড়ছে উষ্ণতা। ঠিক যেমন কলকাতা শহরে নভেম্বরের মাঝে দাঁড়িয়ে হালকা শীত বয়ে আসার আগে উষ্ণতার ছোঁয়া। এই প্রেমের গান বা কবিতার যাঁদের জন্য প্রযোজ্য তাঁরা আর কেউ নন, কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টোরাজ মল্লিক।
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। শীতের মরসুমে শুরুতেই সোশাল মিডিয়ায় রীতিমতো আগুন ছড়ালেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী। আগুন ছড়াল সোশাল মিডিয়ায় পোস্ট হওয়া দুটো ছবিতেই। যেখানে দেখা গিয়েছে, কাচের জানলার প্রতিফলনে, রাতের কলকাতার স্কাই লাইনকে সাক্ষী রেখে, শ্রীময়ী-কাঞ্চন ভালবাসায় দিলেন ডুব। দুজনের ঠোঁট মিলল, হাতের আঙুলের তৈরি হল হৃদয়। আরেকটি ছবিতে দেখা গিয়েছে, সাদা রোব পরে বিছানায় শুয়ে রয়েছেন জুটিতে। এমন ছবিই পোস্ট করে শ্রীময়ী লিখলেন, ভালবাসা কোনও বাধা মানে না…
View this post on Instagram
ইতিমধ্য়েই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কাঞ্চন মল্লিক ও শ্রীময়ীর এই ছবি। অনুরাগীরা ভালবাসায় ভরিয়ে তাঁদের এই ছবি দেখে।
২০২৪ সালের ৬ মার্চ শ্রীময়ীর সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন কাঞ্চন। এখন তাঁদের সংসারে ফুটফুটে কন্য়া কৃষভি। সুখে ভরা ছোট্ট সংসারে দিব্যি রয়েছেন কাঞ্চন-শ্রীময়ী। সঙ্গে এরকম উষ্ণ ভালবাসা।
