‘বিয়ের আগেই গুড নিউজ!’, বনির কথা শুনে লজ্জায় লাল হন শ্রীদেবী?

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Jan 12, 2025 | 7:19 PM

দীর্ঘদিন প্রেম পর্বের পর বলিউডের অন্যতম সুন্দরী ও প্রতিভাবান অভিনেত্রী শ্রীদেবীকে বিয়ে করেছিলেন প্রযোজক বনি কাপুর। বিয়ের পরেই কন্যা জাহ্নবী কাপুরের জন্ম দেন নায়িকা । কিছু বছর পর তাদের দ্বিতীয় সন্তান খুশি কাপুরের জন্ম হয়। একবার সন্তান প্রসঙ্গে শ্রীদেবীকে প্রশ্ন করেছিলেন সলমন খান।

বিয়ের আগেই গুড নিউজ!, বনির কথা শুনে লজ্জায় লাল হন শ্রীদেবী?

Follow Us

দীর্ঘদিন প্রেম পর্বের পর বলিউডের অন্যতম সুন্দরী ও প্রতিভাবান অভিনেত্রী শ্রীদেবীকে বিয়ে করেছিলেন প্রযোজক বনি কাপুর। বিয়ের পরেই কন্যা জাহ্নবী কাপুরের জন্ম দেন নায়িকা । কিছু বছর পর তাদের দ্বিতীয় সন্তান খুশি কাপুরের জন্ম হয়। একবার সন্তান প্রসঙ্গে শ্রীদেবীকে প্রশ্ন করেছিলেন সলমন খান। লজ্জায় শ্রীদেবী লাল হয়ে গিয়েছিলেন।

বিয়ের পর পরিবার থেকে অনেক সময়ই নানা চাপ আসত। নবদম্পতিকে বারবার জিজ্ঞেস করা হত, কবে তারা নাতি-নাতনির মুখ দেখাবেন। এই চাপ সাধারণত শাশুড়ি বা পরিবারের প্রবীণ মহিলারা দিতেন। সলমন খান জানতে চেয়েছিলেন, এমন কোনও চাপ শ্রীদেবীকে কি সহ্য করতে হয়েছে? এতে হাসতে হাসতে বনি কাপুর উত্তর দিয়েছিলেন, “চাপ আসার আগেই সব হয়ে গিয়েছিল। আমরা গুড নিউজ দিয়ে দিয়েছিলাম।” সলমন খান মজা করে বলেছিলেন, “আমার মা তো বলেন, বিয়ে করার আগে গুড নিউজ দিয়ে দাও।”

উল্লেখ্য,শ্রীদেবীর সঙ্গে বিয়ের আগে আরও একবার বিয়ে করেছিলেন বনি। স্ত্রী মোনা সুরি কাপুরের মৃত্যুর পর শ্রীদেবীকে বিয়ে করেন তিনি। আগের পক্ষের আরও দুই সন্তান রয়েছে বনির-পুত্র অর্জুন কাপুর ও কন্যা অংশুলা কাপুর। মোনার মৃত্যু হয় ১৯৯৬ সালে। ওই বছরই শ্রীদেবীকে বিয়ে করেন বনি। ২০১৮ সালে দুবাইয়ের একটি পাঁচতারা হোটেলের বাথটাব থেকে মেলে শ্রীদেবীর মৃতদেহ। শ্রীদেবীর বয়স তখন ৫৪ বছর।

Next Article