Steven Spielberg-SS Rajamouli: স্টিভেন স্পিলবার্গের প্রশংসা শুনে চেয়ার ছেড়ে উঠে নাচতে চান রাজামৌলি

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Feb 11, 2023 | 6:47 PM

RRR-Oscars: 'আরআরআর' দেখে মুগ্ধ হয়েছেন জুরাসিক পার্কের পরিচালক স্টিভেন স্পিলবার্গ।

Steven Spielberg-SS Rajamouli: স্টিভেন স্পিলবার্গের প্রশংসা শুনে চেয়ার ছেড়ে উঠে নাচতে চান রাজামৌলি
স্টিভেন স্পিলবার্গ এবং এসএস রাজামৌলি।

Follow Us

গত শুক্রবার (১০.০২.২০২৩) ভারতে মুক্তি পেয়েছে স্টিভেন স্পিলবার্গের ছবি ‘দ্য ফেবলম্যান্স’। যুবক বয়সে পরিচালকের নিজের জীবনের গল্প বলবে সেই ছবি। ছবিটি মনোনীত হয়েছে ৯৫তম অস্কারে। সেরা ছবির বিভাগে তো বটেই, অন্যান্য আরও বিভাগে মনোনয়ন পেয়েছে এই ছবি।

স্টিভেনের মতো এক ভারতীয় পরিচালকের ছবিও মনোনীত হয়েছে এবারের অস্কারের মঞ্চে। পরিচালক এসএস রাজামৌলির ছবি ‘আরআরআর’-এর গান ‘নাট্টু নাট্টু’ মনোনীত হয়েছে গানের বিভাগে। সেই ছবিটিই সম্প্রতি দেখেছেন জুরাসিক পার্কের পরিচালক স্টিভেন স্পিলবার্গ। অ্যানিমেশন দুনিয়ার স্তম্ভ বলা হয় তাঁকে। ‘আরআরআর’-এও রয়েছে ভিএফএক্সের কারসাজি। সেই স্টিভেন স্পিলবার্গ ‘আরআরআর’ দেখে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন রাজামৌলিকে।

‘আরআরআর’ দেখে একপ্রকার আবেগাপ্লুত হয়ে গিয়েছিলেন স্পিলবার্গ। তিনি রাজামৌলিকে নিজে বলেছেন, “আমি মুগ্ধ। নিজের চোখকে বিশ্বাসই করাতে পারছিলাম না আমি। অসামান্য অভিজ্ঞতা হয়েছে এই ছবি দেখতে-দেখতে।” এই কথা শুনে রাজামৌলি আনন্দে আত্মহারা হয়ে বলেছেন, “আমি চেয়ার ছেড়ে উঠে নাচতে চেয়েছিলাম তাঁর থেকে এই কথা শুনে।”

স্বাধীনতা সংগ্রামী দুই দক্ষিণ ভারতীয় – আল্লুরি সীতারামা রাজু এবং কোমারাম ভীমের গল্প বলেছিল ‘আরআরআর’। এই দুটি চরিত্রে অভিনয় করেছিলেন দক্ষিণী সুপারস্টার রামচরণ এবং জুনিয়র এনটিআর। তাঁরা ছাড়াও ছবিতে অভিনয় করেছিলেন অজয় দেবগণ, আলিয়া ভাটের মতো বলিউডি তারকারা। ছবিতে অভিনয় করেছিলেন অ্যালিসন ডুডি। এই অ্যালিসনকে একটি খলচরিত্রে দেখা যায় ছবিতে। তাঁকে আবার স্টিভেন স্পিলবার্গের ১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘ইন্ডিয়ানা জোনস’ এবং ‘দ্য লাস্ট ক্রুসেড’-এ অভিনয় করতে দেখা গিয়েছিল। ফলে অ্যালিসন সম্পর্কে কথা বলতে গিয়ে রাজামৌলিকে স্পিলবার্গ বলেছিলেন, “আমার ভাল লেগেছে দেখে যেভাবে আপনি অ্যালিসনের অংশটি শেষ করেছেন ছবিতে।”

Next Article