AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

রাস্তায় রাস্তায় বিক্রি করেছেন কলম, চোখের জল লুকিয়ে পর্দায় হাসির রাজা জনি লিভার

তাঁর অভিনীত বেশ কিছু কিছু দৃশ্য এডিট করে বাদ দেওয়া হতে শুরু করে একটা সময়। একটা সময় তাঁকে নিয়ে নায়করা নিরাপত্তাহীনতায় ভুগতেন। এখন বলিউডের ছবিতে কমেছে হাস্যরসের দৃশ্য, আক্ষেপ জন লিভারের।

রাস্তায় রাস্তায় বিক্রি করেছেন কলম, চোখের জল লুকিয়ে পর্দায় হাসির রাজা জনি লিভার
| Edited By: | Updated on: Jul 27, 2025 | 3:48 PM
Share

যিনি সবাইকে আনন্দ দেন, হাসির ফোয়ারায় ভাসান, তাঁর জীবন কতটা কঠিন হতে পারে, চট করে বুঝে ওঠা যায় না। একবুক যন্ত্রণা নিয়েই কত শত শিল্পীরা পর্দায় দর্শকদের মনোরঞ্জন করে থাকেন। সেই তালিকা থেকে বাদ পড়েন না জনি লিভারও। একবার এক সাক্ষাৎকারে জনি লিভার সেই যন্ত্রণার কথা জানান। সপ্তম শ্রেণীতে পড়াশোনা ছাড়তে বাধ্য হন বলিউড অভিনেতা জনি লিভার। বাবা থাকতেন মদে ডুবে। তাঁর পড়াশোনার দিকে কোনও নজর দিতেন না। বড় কাকা দিতেন স্কুল ফি ও রেশন খরচ। তাই দিয়ে কোনও মতে চলছিল। ফলে বিরক্ত হয়েই স্কুল ছাড়েন জনি লিভার।

স্কুল ছাড়ার সিদ্ধান্তে জনির শিক্ষিকা দময়ন্তী ম্যাডাম তাকে স্কুলে ফেরত আনতে চেয়েছিলেন। কিন্তু আর স্কুলে ফেরেননি কিশোর জনি। ছোট থেকে লোকজনকে দেখে তাঁদের হাবভাব নকল করতেন। জীবনের প্রতিকূলতায় রাস্তায় ঘুরে ঘুরে কলম বিক্রি করতেন। বলিউডে পা রাখার পর কমেডি দৃশ্যে অভিনয় করে পরিচিতি পান জনি লিভারের।

কিন্তু তাঁর অভিনীত বেশ কিছু কিছু দৃশ্য এডিট করে বাদ দেওয়া হতে শুরু করে একটা সময়। একটা সময় তাঁকে নিয়ে নায়করা নিরাপত্তাহীনতায় ভুগতেন। এখন বলিউডের ছবিতে কমেছে হাস্যরসের দৃশ্য, আক্ষেপ জন লিভারের। সিনেমার পর্দায় হাসালেও তাঁর জীবন প্রতিকূলতায় ভরা। এমনও হয়েছে বাবার অপারেশনের দিনেও হাসির দৃশ্যে অভিনয় করেছেন জনি লিভার। মন পড়ে থেকেছে বাড়িতে। যদিও শিল্পীদের এই অভিনয়টাই তো সবচেয়ে বড় চ্যালেঞ্জ।