ইয়ালিনির প্রথম দুর্গাপুজো, সপ্তমীতে মেয়েকে কেমন সাজালেন শুভশ্রী?

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Oct 10, 2024 | 4:37 PM

Subhashree: দুই সন্তানকে নিয়ে সুখে সংসার করছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং রাজ চক্রবর্তী। টলিপাড়ার হিট জুটি। একজন টলিপাড়ার আলোচিত নায়িকা। আর অন্য জন হলেন নামকরা পরিচালক। ২০২৩ সালে তখন সে হবে হবে। এখন সে প্রায় এক বছরের হতে চলল। মায়ের কোলে চেপে প্রথম বার দুর্গাপুজো দেখতে গেল তারকা জুটির একমাত্র মেয়ে ইয়ালিনি চক্রবর্তী।

ইয়ালিনির প্রথম দুর্গাপুজো, সপ্তমীতে মেয়েকে কেমন সাজালেন শুভশ্রী?

Follow Us

দুই সন্তানকে নিয়ে সুখে সংসার করছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং রাজ চক্রবর্তী। টলিপাড়ার হিট জুটি। একজন টলিপাড়ার আলোচিত নায়িকা। আর অন্য জন হলেন নামকরা পরিচালক। ২০২৩ সালে তখন সে হবে হবে। এখন সে প্রায় এক বছরের হতে চলল। মায়ের কোলে চেপে প্রথম বার দুর্গাপুজো দেখতে গেল তারকা জুটির একমাত্র মেয়ে ইয়ালিনি চক্রবর্তী। সঙ্গে অবশ্যই ছিল তার দাদা ইউভান চক্রবর্তীও। এ দিন গোলাপি পালাজো আর কামিজ সেই সঙ্গে ম্যাচিং ক্লিপে সেজেছিল নায়িকা কন্যা। মেয়েকে নিয়ে আহ্লাদে আটখানা রাজ আর শুভশ্রী। একফ্রেমে দেখা গেল গোটা পরিবারকে। মেয়েকে কোলে নিয়ে উচ্ছ্বসিত নায়িকা। হলেন ক্যামেরাবন্দি। আদ্যোপান্ত বাঙালি বউয়ের সাজে সেজেছিলেন শুভশ্রী। পরনে ছিল ঘিয়ে রঙের শাড়ি আর সেই সঙ্গে লাল রঙের ব্লাউজ। রাজ এবং ইউভানের পরনে ছিল পাঞ্জাবি। প্রতি বছরই দুর্গাপুজোটা চুটিয়ে উপভোগ করেন তাঁরা। এবছর তো তাঁদের পরিবার পূর্ণ। তাই ২০২৪ সালটা যেন আরও বিশেষ হয়ে রইল তাঁদের জন্য।

 

জীবনে কর্মক্ষেত্রে তাঁদের যতই ব্যস্ততা থাকুক না কেন, পরিবার সবার আগে। এইটা যে মনে প্রাণে বিশ্বাস করেন সেই প্রমাণই পাওয়া যায় বার বার শুভশ্রীর ইনস্টাগ্রাম স্টোরিতে। যেখানে দেখা যাচ্ছে রাজের ঘাড়ের উপর উঠে বসে আছে ইউভান। অন্য দিকে টেবিলে বসে রয়েছে ইয়ালিনি। আর দুই ছেলে মেয়ের মাঝে বসে রীতিমতো নাস্তানাবুদ অবস্থা রাজের। রবিবার সকালে চক্রবর্তী বাড়ির এমনই একটা ছবি পোস্ট করেছেন শুভশ্রী। ছবি পোস্ট করে নায়িকা লেখেন “সানডে ফানডে।”

উল্লেখ্য, চার বছর পূর্ণ করল রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের প্রথম সন্তান ইউভান চক্রবর্তী। তিলোত্তমা এখনও বিচার পায়নি, তাই মন ভাল নেই মায়ের। তবে এরই মধ্যে ছেলের জন্মদিন ফিকে হতে দিলেন না তিনি। শহরের এক শপিং মলেই ধুমধাম করে আয়োজন করা হল ইউভানের জন্মদিনের অনুষ্ঠান। মেয়ে ইয়ালিনিকে কোলে নিয়ে ছেলের সঙ্গে সেলিব্রেশন মোডে শুভশ্রী। না, পোশাকের আতিশয্য নয়, বরং ছিমছাম সাজে জার্সি গায়ে দিয়েই হাজির ছিলেন মা ও ছেলে। হাজির ছিলেন রাজ চক্রবর্তীও। কেক কাটা থেকে হুল্লোড়– বাদ গেল না কিছুই। হাজির ছিল ইউভানের বন্ধুরাও। মন খারাপের মাঝেই বৃহস্পতিবার গোটা দিন জমিয়ে উপভোগ করল চক্রবর্তী পরিবার।

Next Article