স্ত্রী-২ দেখে ফেলেছেন? স্ক্রিন জুড়ে যখন চলছিল ‘সরকাটা’র আধিপত্য তখন নিশ্চয়ই ভয় পেয়েছিলেন আপনিও। কী ভেবেছিলেন জিএফএক্সে সাহায্যে সরকাটাকে অত লম্বা দেখানো হয়েছে ছবিতে? না, তা একেবারেই নয়। এই ‘সরকাটা’ আদপে কাশ্মীরের একজন পুলিশ যিনি অভিনয়ও করেন। জানেন তাঁর আসল পরিচয়? এই প্রতিবেদন রইল বিস্তারিত।
সরকাটা অর্থাৎ ‘মাথাকাটা’ ও ভূতের আসল নাম সুনীল কুমার। তিনি কাশ্মীরের এক কনস্টেবল। তাঁর উচ্চতা ৭ ফুট ৬ ইঞ্চি। দ্য গ্রেট খলির থেকেও উচ্চতা বেশি তাঁর। জানেন কাশ্মীরে তিনি পরিচিত ‘দ্য গ্রেট খলি অব জম্মু’ হিসেবে। কুস্তির ময়দানের যথেষ্ট নাম আছে তাঁর। তিনি পরিচিত ‘দ্য গ্রেট অ্যাঙ্গার’ হিসেবে। শোনা যায়, খেলাধুলোতেও ছোট থেকে বেশ ভাল ছিলেন সুনীল। আর সেই সূত্রেই পুলিশের চাকরি মেলে তাঁর। স্ত্রী ২ ছবির পরিচালক অমল কৌশিক অতীতেই জানিয়েছিলেন সরকাটার শরীর হিসেবে ব্যবহার করা হয় সুনীলের শরীর। তবে মুখ তৈরি করা হয়েছিল জিএফএক্সের সাহায্যেই।
কীভাবে খোঁজ মিলল এই সরকাটার? তাঁর কথায়, “কাস্টিং টিমই খুঁজে পেয়েছিল। আমাদের ঠিক এরকমই একজনকে দরকার ছিল”। গোটা স্ত্রী ২ জুড়েই সরকাটা আধিপত্য। তার বিরুদ্ধেই যুদ্ধে নেমেছিলেন রাজকুমার রাও, শ্রদ্ধা কাপুর ও স্ত্রী। মুক্তির পর থেকেই বক্সঅফিসে দারুণ পারফর্ম করছে এই ছবি। ইতিমধ্যেই আয় করেছে প্রায় ৩৫০ কোটি। সারা বিশ্ব জুড়েই সিনেমা হল কাঁপাচ্ছে সরকাটা।