২২ অগস্ট পাটুলিতে ইউটিউবারদের জমায়েত। বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে শহর ছেড়ে দেশে ইউটিউবারদের বাড়বাড়ন্ত। তাঁদের বক্তব্যও মান্যতা পায় সকলের মাঝে। সেই তালিকায় রয়েছেন বং গাই কিরণ দত্ত থেকে স্যান্ডি সাহা। শামিল হবেন ফুড ব্লগার ইন্দ্রজিত্ লাহিড়ি। এমনকি ছোট পর্দার যে সমস্ত অভিনেতারা ইদানীং ইউটিউবারও হয়ে উঠেছেন তাঁরাও শামিল হবেন। সারা শহর যখন আরজি কর কাণ্ডে উত্তপ্ত সে সময় নিজের স্কুল জীবনে ফিরে গেলেন স্যান্ডি সাহা। এখন সোশ্যাল মিডিয়ার দৌলতে অনেক বিষয় নিয়ে খোলাখুলি আলোচনায় হয় যা কিছু কাল আগেও হত না। ফলে স্কুল জীবনে নানা ধরনের যৌন হেনস্থার শিকার হতে হয়েছে। আরজি কর কাণ্ডে জমায়েত এবং এই প্রতিবাদ মিছিলের মাঝে বার বার পুরনো স্মৃতিই ফিরে আসছিল স্যান্ডির। সে কথাই TV9 বাংলার সঙ্গে ভাগ করে নেন তিনি। শহরের বাইরে ছিলেন তিনি। তাই আরজি কর কাণ্ডের কোনও প্রতিবাদ মিছিলে তিনি থাকতে পারেননি। সেই সঙ্গে তাঁর সোশ্যাল মিডিয়ার পেজগুলি এক সপ্তাহের জন্য ব্লক থাকায় নিজের বক্তব্য রাখতে পারেননি। তাই এই জমায়েত থাকবেনই তিনি।
স্যান্ডি বলেন,”আমার জন্ম ১৯৯৬ সালে। সে সময়ে যাঁরা জন্মেছে, বড় হয়েছে তখন এত খোলাখুলি আলোচনা হত না। তখন সমকামীতা নিয়ে কোনও ধারণাই ছিল না কারও। এই বিষয়টি নিয়ে কোনও আলোচনার তো প্রশ্নই উঠত না। ফলে ছোট থেকে আমায় অনেক হেনস্থা হতে হয়েছে। আমার সিনিয়ররা যে যৌন হেনস্থা করত সে কথা আগেও বলেছি। সে সময় স্কুলের জেনারেটর অপারেটররাও আমায় যৌন হেনস্থা করত প্রত্যেক দিন। কিন্তু সে সময় কোনও কথা বলতে পারিনি। কারণ জানতাম কিছু লাভ হবে না। তবে এখন যে ধরনের প্রতিবাদ হচ্ছে। তা দেখে মনে হচ্ছে সে সময়ও যদি আমি যৌন হেনস্থা নিয়ে প্রতিবাদ জানাতাম। স্কুলে যদি অভিযোগ জানাতাম। তাহলে হয়তো বিচার পেতাম। একটু তো আক্ষেপ হয়ই।”
উল্লেখ্য, আরজি কর কাণ্ডে প্রতিবাদ জানিয়ে কটাক্ষের শিকার হয়েছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, ,সায়ন্তিকা বন্দোপাধ্যায়-সহ আরও অনেকে। এ প্রসঙ্গে আবার স্যান্ডির মতামত যে অনুরাগীরা যে কটাক্ষ করেছে তা একেবারেই যুক্তিযুক্ত। তিনি একেবারেই ঋতুপর্ণা বা সায়ন্তিকা কাউকেই সমর্থন করছেন না।